ধর্মের গোঁড়ামির কারণেই অধিনায়কত্ব হারালেন রিজওয়ান! বিস্ফোরক প্রাক্তন পাক তারকা

Published:

Rashid Latif On Mohammad Rizwan big statement regarding losing Rizwans captaincy
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তানের একদিনের দলের নেতৃত্ব হারিয়েছেন মহম্মদ রিজওয়ান। এবার তাঁর কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন পাক অধিনায়ক রশিদ লতিফ (Rashid Latif On Mohammad Rizwan)। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ধর্ম পালনের কারণেই অধিনায়কত্ব হারিয়েছেন রিজওয়ান, এমনটাই মনে করছেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার লতিফ। তাঁর দাবি, ‘পাকিস্তান দলের ড্রেসিংরুমে ইসলামিক সংস্কৃতি একেবারেই ভালভাবে নেননি প্রধান কোচ মাইক হেসন। সে কারণে রিজওয়ানকে দায়িত্ব থেকে ছেঁটে ফেলা হয়েছে।’

প্যালেস্টাইনের হয়ে দাঁড়ানোই কাল হল রিজওয়ানের?

প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের ওয়ানডে দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ রিজওয়ান বহুবার প্যালেস্টাইনের হয়ে গলা ফাটিয়েছেন। শুধু তাই নয়, পাকিস্তানের জয়টাও প্যালেস্টাইনের মানুষজনের উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন তিনি। একই সাথে গাজায় ইজরায়েলের ক্রমাগত হামলার বিরোধিতা করে প্যালেস্তিনীয়দের ত্রাণ তহবিলে এক লক্ষ টাকা দান করেছিলেন রিজওয়ান। রশিদের দাবি, এইসব কারণেও ওয়ানডে দলের অধিনায়কের পদ হারাতে হয়েছে তাঁকে।

সোমবার রিজওয়ান ওয়ানডে দলের নেতৃত্ব হারানোর পরই পাকিস্তানের বহু যুদ্ধ জয়ের প্রাক্তন কারিগর রশিদ লতিফ ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, ‘প্যালেস্টাইনের জন্য মুখ খুললেই তাঁকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া যায়? আসলে পাকিস্তান ক্রিকেটে মানসিকতা তৈরি হয়েছে, ইসলামিক দেশের অধিনায়ক হিসেবে কোনও অমুসলিমকে আনতে হবে। ড্রেসিংরুমে ধর্মীয় সংস্কৃতি নিয়ে আলোচনা পছন্দ নয় প্রধান কোচের। মাইক হেসেন আসলে, ইসলামিক সংস্কৃতি ধ্বংস করতে চান। এই সংস্কৃতি ওর একেবারেই পছন্দ নয়।’

অবশ্যই পড়ুন: দ্বিতীয় ওয়ানডেতে বদলে যাবে দল, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এমন একাদশ সাজাতে পারে টিম ইন্ডিয়া

প্রসঙ্গত, ইসলামিক সংস্কৃতি নিয়ে প্রধান কোচের মানসিকতার প্রেক্ষাপটে প্রশ্ন তুলেছেন রশিদ। তিনি বলেন, ‘সইদ আনোয়ার বা সাকলিন মুস্তাকের মতো কট্টর মুসলিম ক্রিকেটাররা যখন ছিলেন তখন কোনও অসুবিধা হয়নি। তাহলে এখন এই সংস্কৃতি নিয়ে সমস্যা হচ্ছে কেন?’ রশিদ রিজওয়ানের ছাঁটাইয়ের নেপথ্যে তাঁর ধর্মীয় গোঁড়ামিকে দায়ী করলেও, অনেকেই মনে করছেন দীর্ঘদিন অধিনায়ক থেকে সফলতা না পাওয়ায় তাঁকে অধিনায়কের পদ হারাতে হয়েছে। এ বিষয়ে অবশ্য মুখ খোলেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড।

 

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join