সহেলি মিত্র, কলকাতাঃ অক্ষরে অক্ষরে মিলে গেল আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Today)। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হল সুস্পষ্ট নিম্নচাপ এলাকা। মঙ্গলবার সকালে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু পরবর্তী প্রথম নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী ৩৬ ঘন্টার মধ্যে এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপে পরিণত হবে বলে আশা করা হচ্ছে, যার ফলে অন্ধ্র প্রদেশে বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টি পাবে আন্দামানও। বাংলাতেও কি তাহলে আজ বৃষ্টিপাত হবে? জানতে হলে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।
কেমন থাকবে আবহাওয়া
চলুন প্রথমেই আলোচনা করে নেওয়া যাক কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। এমনিতে আজ বুধবার থেকে শুক্রবার অবধি বাংলার আবহাওয়া শুষ্ক থাকবে। তবে সামান্য বৃষ্টি হলেও হতে পারে দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। পশ্চিমী হাওয়ার জেরে এই বৃষ্টি হবে বলে খবর। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর সহ সমস্ত জেলাতেই আকাশ থাকবে পরিষ্কার। বেলার দিকে গরম লাগলেও পরে মিলবে স্বস্তি।
অপরদিকে উত্তরবঙ্গের কথা বললে এদিন দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস ২২ থেকে ২৪ অক্টোবর উপকূলীয় অন্ধ্র প্রদেশ, ইয়ানম এবং রায়লসীমা অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। রয়েছে বজ্রপাতের সম্ভাবনাও। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি প্রতি ঘন্টায় ৩৫-৪৫ কিলোমিটার থেকে ৫৫ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে।
বাংলার ফের বৃষ্টির ভ্রূকুটি
আপাতত ভাইফোঁটা অবধি আকাশ রোদ ঝলমলে থাকলেও ২৪ অক্টোবর থেকে রয়েছে ফের বৃষ্টির ভ্রূকুটি। এদিন ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং এবং কালিম্পং জেলায় বৃষ্টি হতে পারে।