প্রীতি পোদ্দার, দুর্গাপুর: দুর্গাপুর (Durgapur) ধর্ষণকাণ্ডে নয়া মোড়! বেসরকারি মেডিকেল কলেজের পড়ুয়াকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্ত শেখ রিয়াজুদ্দিন ও সফিক শেখ হতে চলেছেন রাজসাক্ষী! বিচারকের কাছে গোপন জবানবন্দি রেকর্ড দুই অভিযুক্তের। ইতিমধ্যেই তদন্তকারী অফিসারের কাছে তারা ঘটনার বিবরণ দিয়েছে। তবে কি এই ঘটনায় আরও অনেকেই জড়িত রয়েছেন?
গ্রেপ্তার ৬ অভিযুক্ত
উল্লেখ্য, গত ১০ অক্টোবর রাতে দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ ওঠে। তদন্তের সূত্র ধরে দুদিনের মধ্যে পুলিশ মোট ছয় জনকে গ্রেপ্তার করেছে। প্রথমে ধরা পড়েন শেখ রিয়াজুদ্দিন, ফিরদৌস শেখ ও অপু বাউরি। পরে গ্রেপ্তার হয় শেখ নাসিরুদ্দিন ওরফে সম্রাট ও সফিক শেখ। বাদ যায়নি নির্যাতিতার সহপাঠী ওয়াসিফ আলি। তাঁকেও গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ ওঠে প্রথমে তিন যুবক নির্যাতিতা এবং তার সহপাঠীর রাস্তা আটকায়। পরে আরও দুই দুষ্কৃতী আসে। টাকা দিলে মোবাইল ফেরত দেওয়া হবে বলে জানায় তারা।
মঙ্গলবার জবানবন্দি দুই অভিযুক্তের
এদিকে দুর্গাপুরের ওই ঘটনায় যারা নির্যাতিতার কাছ থেকে টাকা চেয়েছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন শেখ রিয়াজুদ্দিন। পুলিশ সূত্রের খবর, সে সরাসরি মহিলাকে নির্যাতন করেনি। পুরো ঘটনাটি বর্ণনা করেছিল সে পুলিশের কাছে। তারপরই পুলিশ তাকে রাজসাক্ষী হওয়ার প্রস্তাব দেয়। তাতে সে রাজি হয়। সফিক শেখও গোপন জবানবন্দি দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছে। তড়িঘড়ি দুই অভিযুক্তকে নিয়ে আদালতে পৌঁছয় পুলিশ। তবে কালীপুজোর ছুটি থাকায় কাজ হয়নি। মঙ্গলবার ফের তাদের আনা হয়। দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করতে এই জবানবন্দি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে।
আরও পড়ুন: কলতলা থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ! ময়নাগুড়িতে গৃহবধূর উপর পৈশাচিক অত্যাচার
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিএনএস-এর 183 ধারায় বিচারকের কাছে গোপন জবানবন্দি দেয় দুই অভিযুক্ত শেখ রিয়াজুদ্দিন ও সফিক শেখ৷ এরপর তাদের জেল হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে ৷ আজ ফের এই দু’জন-সহ বাকিদের দুর্গাপুর মহাকুমা আদালতে পেশ করা হবে। এদিকে গত শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন নির্যাতিতা ডাক্তারি পড়ুয়া। তাঁর অভিযোগ, নির্যাতিতা তরুণী জঙ্গলে যে তিন জন অভিযুক্তের সঙ্গে ছিলেন, তাদের মধ্যে একজনই তাঁকে ধর্ষণ করেছে। এছাড়াও তার বয়ান অনুযায়ী জানা গিয়েছে অভিযুক্তরা বাইকে এসেছিল এবং ঘটনার পরপরই তারা দ্রুত এলাকা ছেড়ে চলে গিয়েছিল।