হোয়াইট হাউসে দীপাবলী উদযাপন, মোদীর প্রশংসায় পঞ্চমুখ হলেন ট্রাম্প

Published:

Donald Trump
Follow

প্রীতি পোদ্দার, ওয়াশিংটন: দীপাবলির আনন্দ এবার ছড়িয়ে পড়ল ওয়াইট হাউসে! আর সেই আনন্দ উদযাপন করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)! আলোর এই উৎসবে শুভেচ্ছা জানালেন ভারতবাসী ও ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানদের। শুধু তাই নয় শুল্ক নিয়ে ভারতের সঙ্গে টানাপোড়েনের মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করলেন তিনি। মোদীকে একজন ‘মহান ব্যক্তি’ ও ‘ভাল বন্ধু’ বলে উল্লেখও করলেন। এছাড়াও ব্যবসা বাণিজ্য নিয়ে একাধিক প্রসঙ্গ তুললেন।

হোয়াইট হাউসে দীপাবলি উদযাপন

নরেন্দ্র মোদীকে যে তাঁর ‘বন্ধু’ মনে করেন, তা অতীতে বহুবার দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এসবের পরেও শুল্ক নিয়ে দুই দেশের মধ্যে ঠান্ডা লড়াইরশুরু হয়েছে। এমতাবস্থায় আজ অর্থাৎ বুধবারও সাংবাদিকদের প্রশ্নে ভারতের প্রধানমন্ত্রীকে ‘মহান ব্যক্তি’ এবং ‘ভাল বন্ধু’ বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে ভারতবাসীকে দীপাবলির শুভেচ্ছাও জানান তিনি। তাঁর কথায়, ‘‘আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমার কথা হয়েছে। বছরের পর বছর ধরে উনি আমার ভাল বন্ধু।’’ তাঁর আরও দাবি, ‘‘আমাদের মধ্যে অনেক বিষয়েই আলোচনা হয়েছে। তবে বেশির ভাগ আলোচনাই হয়েছে বাণিজ্য সংক্রান্ত।’’ এদিন রাশিয়া থেকে ভারতের তেল কেনার প্রসঙ্গও তুলে ধরেন। তাঁর কথায়, ‘‘আমাদের সম্পর্ক খুব ভাল। মোদী বলেছেন, রাশিয়া থেকে খুব বেশি তেল কিনবেন না। তিনিও আমার মতো রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান দেখতে চান।’’

ট্রাম্পের মুখে মোদির প্রশংসা

এদিন হোয়াইট হাউসে দীপাবলি উদযাপনে অংশগ্রহণ করেছিলেন ট্রাম্প প্রশাসনের একাধিক পদস্থ কর্তা। উপস্থিত ছিলেন এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেল, ওডিএনআই ডিরেক্টর তুলসী গ্যাবার্ড, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কুশ দেশাই এবং ভারতীয় রাষ্ট্রদূত বিনয় মোহন ওয়াতরা ও ভারতীয়-আমেরিকান শিল্পপতিরা। দীপাবলি উদযাপনের শুভ মুহূর্তে ট্রাম্প বলেন, “এই প্রদীপ অন্ধকারের উপর আলো, অজ্ঞানের উপর জ্ঞান এবং মন্দের উপর ভালর জয়ের প্রতীক।” এদিকে ভারত এবং আমেরিকার মধ্যে যে দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি হওয়ার কথা, তা এখনও ঝুলে রয়েছে। মোদী এবং ট্রাম্প বার বারই দাবি করে আসছেন, খুব শীঘ্রই দু’দেশের মধ্যে বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হবে। কিন্তু চুক্তির সম্ভাব্য সময় সম্পর্কে কোনও মন্তব্য করেননি কেউই।

আরও পড়ুন: দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়া ধর্ষণে নয়া মোড়! গোপন জবানবন্দি দুই অভিযুক্তের

উল্লেখ্য, গত সপ্তাহেই ট্রাম্প দাবি করেছিলেন যে নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে। মোদী নাকি জানিয়েছেন, রাশিয়ার তেল আর কিনবেন না। এদিকে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে মোদীর সম্প্রতি কোনও ফোনালাপ হয়নি। সেই আবহে গত সোমবার ট্রাম্প একপ্রকার চড়া সুরেই ভারতকে হুঁশিয়ারি দিয়ে জানান, রাশিয়া থেকে ভারত যদি আবার তেল কেনে তবে তাদের উপর আরও চড়া শুল্ক আরোপ করা হবে। তবে সেই দাবির ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই মোদীকে ‘বন্ধু’ বলে সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট। আর তাতেই কূটনীতিবিদরা এই রাষ্ট্রীয় সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলছেন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join