দুর্ঘটনার শিকার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কপ্টার, অবতরণের সময় ভেঙে যায় হেলিপ্যাডের একাংশ

Published:

Droupadi Murmu
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: দুর্ঘটনার কবলে পড়ল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) হেলিকপ্টার। সূত্রের খবর, বুধবার কেরালার প্রামাদম স্টেডিয়ামে রাষ্ট্রপতিকে নিয়ে অবতরণের পরই অতিরিক্ত ভারে হেলিপ্যাডের একাংশ ভেঙে পড়ে। এমতাবস্থায় কার্যত উল্টে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় হেলিকপ্টারটির। পরিস্থিতি সামাল দিতে দমকল ও পুলিশকর্মী তৎক্ষণাৎ হাত লাগায়। চেষ্টা মারফৎ সেটিকে ক্ষতিগ্রস্ত জায়গা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে সবথেকে বড় ব্যাপার, কোনওরকম হতাহতের খবর মেলেনি।

দুর্ঘটনার কবলে রাষ্ট্রপতির হেলিকপ্টার

প্রসঙ্গত, চারদিনের সফরে এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার সকালে তিনি শবরীমালা মন্দিরে যাচ্ছিলেন বলেই খবর পাওয়া গিয়েছে। আর তখনই এই বিপত্তি। এমনকি ঘটনাস্থলে উপস্থিত আধিকারিকদের বক্তব্য, হেলিকপ্টারটি অবতরণের পর কিছুক্ষণের মধ্যেই পিছনের একাংশ ভেঙে পড়ে। মূলত অতিরিক্ত ভারের কারণে পিছনের একটা অংশ অনেকটাই ভিতরে ঢুকে যায়। বেকায়দা বুঝে তৎক্ষণাৎ দমকল ও পুলিশকর্মীরা হাত লাগান। ইতিমধ্যে এএনআই এর তরফ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। আর সেখানে দেখা যাচ্ছে, উপস্থিত দমকল এবং পুলিশ কর্মীরা হাত দিয়ে ঠেলে বিপজ্জনক স্থান থেকে হেলিকপ্টারটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।

আরও পড়ুনঃ দ্বিতীয় হুগলি সেতুতে দাউ দাউ করে জ্বলছে বাস, সাত সকালেই ভয়াবহ দুর্ঘটনা কলকাতায়

বলাবাহুল্য, চার দিনের সফরে মঙ্গলবার সন্ধ্যাবেলা তিরুঅনন্তপুরমে পৌঁছেছেন রাষ্ট্রপতি। আর তাঁকে সংবর্ধনা জানানোর জন্যই বিমানবন্দরে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ সহ একাধিক মন্ত্রীরা উপস্থিত ছিলেন। তবে বুধবার সকালে সেখান থেকে হেলিকপ্টারে করে পাঠানমথিত্তা জেলায় গিয়েছিলেন তিনি। আর সেখানেই শবরীমালা মন্দির রয়েছে। এদিকে শীর্ষ কর্তারা বলছেন, রাষ্ট্রপতির শবরীমালা সফরের জন্য সমস্ত ব্যবস্থাপনা সম্পন্ন হয়েছে। পাশাপাশি তিনি স্বামী আয়প্পান রোড এবং ট্র্যাকিং পথ দিয়ে পাঁচটি গাড়ি ও অ্যাম্বুলেন্সের কনভয়ের মাধ্যমে সান্নিধানম পৌঁছবেন। আর মন্দির দর্শনের পরই তিনি তিরুঅনন্তপুরমে ফিরে আসবেন। তবে তার মধ্যে এই হেলিকপ্টার দুর্ঘটনা ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join