“অসুর হিসাবে একদম পারফেক্ট সুকান্ত!” কল্যাণের অপমানের কড়া জবাব কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর

Published:

Kalyan Banerjee
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: বাংলায় এসআইআর-এ নাম বাদ যাওয়া নিয়ে সম্প্রতি বিজেপি সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)৷ এমনকি সরাসরি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে কটাক্ষ করেছিলেন। আর তারই প্রতিবাদে গত শনিবার বৈদ্যবাটীতে বাইক মিছিল করেন বালুরঘাটের বিজেপি সাংসদ৷ মিছিলের পর সভামঞ্চে দাঁড়িয়ে কল্যাণের বিরুদ্ধে মহিলাকে দিয়ে তেল মালিশ করিয়ে চাকরি দেওয়ার অভিযোগও করেন। এদিকে এত বিতর্কের মাঝেও মিটল না দুই সাংসদের সেই ঝামেলা। এবার তৃণমূল সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে অসুরের সঙ্গে তুলনা করে বসলেন।

সুকান্তকে অসুর বলে কটাক্ষ কল্যাণের

গতকাল অর্থাৎ মঙ্গলবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে অসুরের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন, “আগামী দুর্গাপুজোয় আমি পরিকল্পনা নিয়েছি, অসুরের মুখগুলি বিজেপি নেতাদের মতো করব। কোনওটা সুকান্ত মজুমদার, কোনওটা শুভেন্দু-সহ এখানকার নেতাদের আদলে অসুরের মুখ করব। তোমাদের অভ্যাস আছে বিজেপির পার্টি অফিসে মহিলাদের দিয়ে গা মেসেজ করানোর। সেই সময় হাত চালিয়ে দেওয়ারও অভ্যাস আছে। আমরা দীর্ঘদিন ধরে রাজনীতি করছি । এসব করি না।” একই সঙ্গে শুভেন্দু অধিকারীকে পাপী তাপী বলেও উল্লেখ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর এবার এই নিয়ে পাল্টা কটাক্ষ করলেন সুকান্ত মজুমদার।

পাল্টা জবাব সুকান্তর

রিপোর্ট অনুযায়ী গতকাল অর্থাৎ মঙ্গলবার, বাঁকুড়ার নিজের দোলতলায় বাড়িতে কালীপুজোয় আসেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মা কালীর মূর্তির সামনে আরতি করার সময় আবেগে কেঁদে ভাসান তিনি। কালী প্রতিমাকে জড়িয়ে ধরে বেশ কয়েক মিনিট ধরে তিনি হাউহাউ করে কাঁদতে থাকেন। পরে তিনি বলেন, “মায়ের কাছেই তো ছেলে কাঁদে। মা এর কাছেই ছেলে হাসে, ছেলে কাঁদে।” আর তাই নিয়ে কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, ” কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা বেশিদিন থাকলে মায়ের পুজো আর হবে না। শুধু বাঁকুড়া নয় গোটা পশ্চিমবঙ্গেই আর হবে না।”

আরও পড়ুন: কাকদ্বীপে মা কালীর মূর্তি ভাঙল দুষ্কৃতীরা! ভিডিও পোস্ট করে বিস্ফোরক শুভেন্দু

প্রসঙ্গত, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বাংলায় ভোটার তালিকায় বিশেষ সংশোধনকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে সুকান্ত মজুমদার ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে রাজনৈতিক তর্জা চরম আকার ধারণ করেছে । রাজনীতি ছেড়ে ব্যক্তিগত কুৎসায় মেতেছেন দুই সাংসদ। ক্রমাগত একে অপরকে আক্রমণ করে চলেছেন তাঁরা। যদিও এই নিয়ে দুই দলের তরফে কোনো অফিসিয়াল মন্তব্য করেনি।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join