অপেক্ষার অবসান! ছটপুজোয় বদলে যাবে ভাগ্য, সূর্যদেবের কৃপা বর্ষিত হবে ৫ রাশির উপর

Published:

Chhath Puja 2025
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: প্রতি বছর কার্তিক শুক্লা ষষ্ঠীতে অনুষ্ঠিত হয় ছটপুজো (Chhath Puja 2025)। আর এদিন মূলত সূর্যের উপাসনা করা হয় এবং দিনটিকে হিন্দু ধর্মে পবিত্র হিসেবেই মানা হয়। জ্যোতিষ শাস্ত্রেও এই দিনটি শুভ সময়ই হিসেবে গণ্য করা হয়। আর এ সময় সূর্য দেবতা এবং ছোট দেবীর পূজা করলে নাকি জীবনে সুখ, সমৃদ্ধি এবং অর্থলাভ হয়। জ্যোতিষীদের মতে, এ বছর সূর্যদেব এবং ছ’টি মাইয়া নক্ষত্র নির্দিষ্ট কিছু রাশির উপর আশীর্বাদ দেবে। ছটপুজো উপলক্ষে পাঁচ রাশির জাতক জাতিকাদের কার্যত ভাগ্য বদলাবে। চলুন জেনে নেওয়া যাক, কোন কোন রাশি।

মেষ রাশি

ছটপুজোতে মেষ রাশির জাতক জাতিকাদের জীবন নতুন মোর নেবে। এক কথায়, সূর্যদেবের আশীর্বাদে তারা কর্মজীবনে নতুন সাফল্য অর্জন করবে। দীর্ঘদিনের অমীমাংসিত কাজগুলি সম্পন্ন হতে পারে এবং ব্যবসায় প্রচুর পরিমাণে সাফল্য অর্জনের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তাদের সম্মান এবং মর্যাদা বৃদ্ধি পাবে, আর আত্মবিশ্বাসে বাড়বে। পরিবারে সুখ শান্তি ফিরে আসবে এবং আনন্দের পরিবেশ দেখা দিতে পারে।

বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এই ছটপুজো অত্যন্ত শুভ সময়। কারণ ছট দেবীর আশীর্বাদে তাদের আর্থিক অবস্থা অনেকটাই শক্তিশালী হবে। অর্থ উপার্জনের নতুন সুযোগ সামনে আসবে। পাশাপাশি চাকরিজীবীদের পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বোনাসও পেতে পারে। পারিবারিক জীবনে সম্প্রীতি বিরাজ করবে আর নতুন সম্পর্ক আরও মজবুত হবে।

সিংহ রাশি

সিংহ রাশির জাতক জাতিকাদের উপর ছটপুজোয় সূর্য দেবতার অশেষ কৃপা বর্ষিত হবে। ছটপূজোতে এই রাশির জাতক-জাতিকাদের পরিবারে সুখ শান্তি ফিরে আসবে, সম্মান ও প্রতিপত্তি প্রচুর বৃদ্ধি পাবে। এমনকি নেতৃত্বের ক্ষমতাও বাড়তে পারে। প্রশাসনিক বা সরকারি ক্ষেত্রে যারা কাজ করে, তাদের পদোন্নতি পাওয়ার সুযোগ রয়েছে। আর এদের স্বাস্থ্য খুবই ভালো থাকবে।

বৃশ্চিক রাশি

ছটপুজো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনেও ইতিবাচক ফলাফল নিয়ে আসবে। এই সময়টি তাদের জীবনে স্থিতিশীলতা আনবে। পাশাপাশি ব্যবসা প্রচুর পরিমাণে সম্প্রসারণ হতে পারে। বিনিয়োগ লাভজনক হতে পারে। নতুন প্রজেক্ট শুরু করতে আগ্রহী ব্যক্তিদের এই সময় অনুকূল যাবে। ছট দেবীর আশীর্বাদে পারিবারিক দ্বন্দ্ব অবসান ঘটবে। পাশাপাশি মানসিক শান্তি বিরাজ করবে।

আরও পড়ুনঃ দীপাবলিতে ৬.০৫ লক্ষ কোটি টাকার পণ্য কিনেছে দেশবাসী! রিপোর্টে চমক

মকর রাশি

মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ছটপূজো প্রচুর পরিবর্তন আনবে। অমীমাংসত কাজগুলো সব সম্পন্ন হতে পারে। পাশাপাশি নতুন কাজের সুযোগ তৈরি হবে। তবে যাদের প্রচেষ্টা আগে ব্যর্থ হয়েছিল, তারা সূর্য দেবতার আশীর্বাদে সাফল্যের নতুন পথ খুঁজে পাবে। এমনকি আর্থিক অবস্থা মজবুত হবে। ভাগ্য তাদের অনুকূলেই থাকবে বলা চলে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join