নির্বিঘ্নে ভাইফোঁটা কাটলেও উইকেন্ডেই হাওয়া বদল! জেনে নিন আগামীকালের আবহাওয়া

Published:

Weather Update
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: বর্ষা বিদায় নিলেও এখনও দুর্যোগ কাটেনি দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গে। ঘূর্ণাবর্তের জেরে চলতি সপ্তাহান্তে ফের বৃষ্টির (Weather Update) চোখ রাঙানি দেখা গিয়েছে। তবে চিন্তা নেই, আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ভাইফোঁটাতেও ঝলমলে থাকবে আকাশ। ধীরে ধীরে জলীয় বাষ্পের পরিমাণও কমবে। সকালের দিকে বেশ কিছু জেলায় হালকা কুয়াশারও দেখা মিলতে পারে।

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে এইমুহুর্তে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্টভাবে নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। যার দরুন সময় যত এগোচ্ছে ততই এই গভীর নিম্নচাপ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। যার ফলে এদিনই ঘূর্ণাবর্ত তামিলনাড়ু উপকূলের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। পাশাপাশি দক্ষিণ আন্দামান সাগরেও নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার প্রভাব পড়তে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এক নজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার ভাইফোঁটার দিন দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে সপ্তাহান্ত থেকে ফের ধীরে ধীরে হাওয়া বদল হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলায়। জানা গিয়েছে আগামী শুক্রবার থেকে বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। এমনকি শনি এবং রবিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও তা হালকা থেকে মাঝারি মাত্রায় হতে পারে বলে জানা গিয়েছে। ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

আরও পড়ুন: তৃতীয়বার ED তলব করল কারামন্ত্রী চন্দ্রনাথকে! চাপ বাড়ছে শাসকদলে

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে আগামী শুক্রবার দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টি হতে পারে। এছাড়াও শনিবার ও রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদহে হালকা বৃষ্টির আশঙ্কা থাকছে। হয়ত সোমবার বৃষ্টি আরও বেশ কিছুটা বাড়তে পারে। তবে বৃষ্টি হলেও তা স্বল্প সময়ের জন্য হবে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমতে চলেছে, সঙ্গে বাড়তে চলেছে হালকা কুয়াশার সম্ভাবনা।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join