২০২০ সালের পর সবথেকে বড় পতন! আগামীদিন তলানিতে ঠেকবে সোনা, রুপোর দাম?

Published:

Gold And Silver Price
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: দিনের পর দিন মধ্যবিত্তদের পকেটে চাপ দিয়ে লাগামছাড়া বাড়ছে সোনা রুপোর দাম (Gold And Silver Price)। তবে বুধবার সকাল হতেই সোনার দাম অনেকটাই কমেছে। এমনকি মঙ্গলবার ৫ শতাংশের বেশি পতন রেকর্ড করেছে, যা ২০২০ সালের আগস্ট মাসের পর প্রায় পাঁচ বছরের মধ্যে সবথেকে বড় পতন। আর বুধবার পর্যন্ত সোনার দাম ০.৪% কমে ৪১০০৯.১৯ মার্কিন ডলার প্রতি আউন্স দাঁড়িয়েছে, যেখানে সোমবার সর্বকালের সর্বোচ্চ রেট পৌঁছেছিল ৪৩৮১.২১ মার্কিন ডলার প্রতি আউন্স। তবে আগামী দিন কী হতে পারে? পতন নাকি ঊর্ধ্বগতি? জানতে হলে চোখ রাখুন প্রতিবেদনটির উপর।

দেশীয় সোনার দাম একধাক্কায় তলানিতে

প্রসঙ্গত, ভারতের বাজারে সোনার দাম রেকর্ড স্তর থেকে ৪২৯৪ টাকারও বেশি বা প্রায় ৩% তলানিতে ঠেকেছে, তাও এক দিনের ব্যবধানেই। প্রতি ১০ গ্রামে সর্বকালের সর্বোচ্চ দাম ১,৩২,২৯৪ টাকা স্পর্শ করার পর স্থানীয় বাজারে এখন তা বিকোচ্ছে মাত্র ১,২৮,০০০ প্রতি ১০ গ্রাম। এদিকে বিশেষজ্ঞরা বলছে যে, এ বছর সোনার রেকর্ড বৃদ্ধির পর বিনিয়োগকারীদের মুনাফা ইতিমধ্যেই পকেটে ঢুকেছে। এমনকি ২০২৫ সালে সোনা এখনও পর্যন্ত ৬০ শতাংশ পর্যন্ত রিটার্ন দিয়েছে, যা অন্যান্য বিনিয়োগের মাধ্যম থেকে অনেকটাই বেশি। আর বিশেষজ্ঞরা দামের সর্বশেষ পতনের কারণ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের উন্নতিকেই মূলত দেখছে। পাশাপাশি ভারত-মার্কিন বাণিজ্যও এর পিছনে প্রভাব ফেলছে।

রুপোর দামেও ভয়াবহ পতন

এদিকে বিশ্বব্যাপী রুপোর দামও অনেকটাই তলানিতে ঠেকেছে। মার্কিন বাজারে ২১ অক্টোবর রুপোর দাম ৮ শতাংশ কমেছে, যা ২০২১ সালের পর একদিনের মধ্যে সবথেকে বড় পতন। আর এখন প্রতি আউন্সে তা বিকোচ্ছে ৪৮.১১ মার্কিন ডলার, যেখানে ১৭ অক্টোবর রেকর্ড করা সর্বোচ্চ ৫৪.৪৭ মার্কিন ডলার প্রতি আউন্স থেকে ১২ শতাংশ কম। এদিকে দেশীয় সোনার বাজারে রুপোর দাম মাত্র দুই দিনের মধ্যেই ৮১০০ টাকা তলানিতে ঠেকেছে এবং প্রতি কেজি রুপো এখন মাত্র ১,৬৩,৯০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে মার্কিন ডলারের শক্তিশালী হওয়া, মার্কিন ফেডারেল রিজার্ডের সুদের হার কমানো এবং ইলেক্ট্রনিক্স এবং সৌরশক্তি খাত থেকে শিল্প চাহিদা হ্রাসের কারণেই এই পতন বলে ব্যখ্যা করছে বাজার বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃ কাকদ্বীপে মা কালীর ভাঙা মূর্তি নিয়ে প্রিজন ভ্যানে তুলল পুলিশ! ভিডিও পোস্ট করে তোপ শুভেন্দুর

বিনিয়োগকারীদের কী করা উচিত?

এবার বাজার বিশেষজ্ঞরা মনে করছে, সোনা ও রুপোর দামের সাম্প্রতিক সংশোধন স্বল্পমেয়াদি বিনিয়োগকারীদের মাথায় চিন্তার ভাঁজ ফেলতে পারে। তবে যেহেতু সোনা রুপোর দীর্ঘমেয়াদে রেকর্ড স্পর্শ করছে, তাই মুদ্রাস্ফীতির উদ্বেগ, ভূ-রাজনৈতিক উত্তেজনা, সাম্প্রতিক মাসগুলোতে বাজারকে আরও ত্বরান্বিত করবে বলেই মনে করা হচ্ছে। তবে অবশ্যই বিনিয়োগের ক্ষেত্রে বাজার পরিস্থিতি বিশ্লেষণ করেই সিদ্ধান্তের পথে এগোবেন। কারণ, আমরা কাউকে বিনিয়োগ করতে বাধ্য করি না। শুধু বাজার পরিস্থিতি সম্পর্কে কিছু টিপস দিয়ে থাকি।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join