প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে সবরিমালা মন্দিরে পা রেখে ইতিহাস গড়লেন দ্রৌপদী মুর্মু

Published:

Droupadi Murmu at Sabarimala
Follow

সহেলি মিত্র, কলকাতা: ইতিহাস গড়লেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে তিনি আজ বুধবার কেরলের বিখ্যাত সবরিমালা মন্দিরে প্রবেশ করলেন। মন্দিরে ভগবান আয়াপ্পার দর্শন করতে গেলেন। রাষ্ট্রপতি মুর্মু প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে এই কাজ করেন। মন্দিরে পৌঁছানোর আগে, তিনি পাম্পা নদীতে পা ধুয়ে ঐতিহ্যবাহী “ইরুমুদি কেট্টু” আচার পালন করেন, যা আয়াপ্পা ভক্তদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আচারের পর, দেবস্বম কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

সবরিমালা মন্দিরে প্রবেশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

জানা গিয়েছে, রাষ্ট্রপতি বুধবার সকাল ১১:৪৫ মিনিটে সবরিমালায় পৌঁছান। সবথেকে বড় বিষয় হল রাষ্ট্রপতি ৬৭ বছর বয়সেও মন্দিরের গর্ভগৃহে প্রবেশের জন্য পবিত্র ১৮টি সিঁড়ি বেয়ে ওপরে উঠেন। তিনি ভগবান আয়াপ্পা এবং অন্যান্য দেবতাদের কাছে প্রার্থনা করেন। এরপর তিনি মালিকাপুরম এবং ভাভারুস্বামী মন্দির পরিদর্শন করেন। দুপুর ১২:১৫ মিনিটে এই সফর শেষ হয়। আনন্দ প্রকাশ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয় কুমার বলেন, “রাষ্ট্রপতির ইরুমুদি সফর এবং ভগবান আয়াপ্পার প্রতি শ্রদ্ধা নিবেদন লক্ষ লক্ষ ভক্তের গভীর বিশ্বাসের প্রতিফলন। এই যাত্রা ভক্তির মর্যাদা প্রদর্শন করে।”

রাষ্ট্রপতির সফরসূচি

মালিকাপ্পুরম সহ নিকটবর্তী মন্দির পরিদর্শনের পর, রাষ্ট্রপতি দুপুরের খাবার এবং বিশ্রামের জন্য টিডিবি গেস্টহাউসে ফিরে আসেন। টিডিবি কর্মকর্তাদের মতে, রাষ্ট্রপতির সফরের সময় ভক্তদের মন্দিরে যেতে নিষেধ করা হয়েছিল। দ্রৌপদী মুর্মু প্রমাদমের রাজীব গান্ধী ইন্ডোর স্টেডিয়াম থেকে পাম্বায় সড়কপথে ভ্রমণ করেন, যেখানে তিনি সকাল ৮:৪০ মিনিটে হেলিকপ্টারে পৌঁছান। প্রমাদমে তাকে স্বাগত জানান ভাসাভান, পাঠানমথিত্তার সাংসদ আন্তো অ্যান্টনি এবং অন্যান্যরা।

রাষ্ট্রপতির কনভয় সকাল ৭:২৫ মিনিটে তিরুবনন্তপুরমের রাজভবন থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়। সবরিমালা মন্দির দর্শনের পর, তিনি সন্ধ্যায় তিরুবনন্তপুরমে ফিরে আসেন। বৃহস্পতিবার, তিনি রাজভবনে প্রাক্তন রাষ্ট্রপতি কে.আর. নারায়ণনের একটি মূর্তি উন্মোচন করবেন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join