সহেলি মিত্র, কলকাতা: আজ বৃহস্পতিবার ভাইফোঁটার আনন্দের মাতোয়ারা সকলে। বাড়িতে বাড়িতে চলছে ভাইফোঁটা দেওয়ার প্রস্তুতি। এসবের মাঝেই আবার বাংলার আবহাওয়া (Weather Today) নিয়ে বিরাট আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। আলিপুরের আবহাওয়া অফিস বঙ্গোপসাগরে ইতিমধ্যেই তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে সপ্তাহান্তে পশ্চিমবঙ্গের পশ্চিমী জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে। পরে এটি নিম্নচাপে পরিণত হয়েছে। আজ সকাল থেকেই আবহাওয়া বেশ শুষ্ক। ভাবছেন শীত এসে গেল? সেগুড়ে বালি।
সপ্তাহান্তে ফের বৃষ্টির সম্ভাবনা
জানা গিয়েছে, আজ বাংলার আকাশ মেঘমুক্ত থাকবে, হবে না বৃষ্টি। যদিও নতুন আবহাওয়ার কারণে পশ্চিমের জেলাগুলিতে শুক্রবার, শনিবার এবং রবিবার বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি। আবহাওয়া অফিস জানিয়েছে যে নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। সপ্তাহান্তে, বিশেষ করে ২৫ অক্টোবর শনিবার এবং ২৬ অক্টোবর রবিবার হালকা বৃষ্টি, সঙ্গে বজ্রপাত হতে পারে। ২৪ অক্টোবর শুক্রবার শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হতে পারে কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়।
আবহাওয়া অফিসের এক কর্মকর্তার মতে, “শুক্রবার, শনিবার কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, রবিবারও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। দক্ষিণবঙ্গের যে জেলাগুলিতে বৃষ্টিপাত হবে সেগুলি হল পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান।” আবহাওয়া অফিস আরও ইঙ্গিত দিয়েছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভোরের দিকে কুয়াশা দেখা দিতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। শুক্রবার দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর ২৫ অক্টোবর দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার, অপরদিকে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর ২৬ অক্টোবর দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের সম্ভাবনা রয়েছে।