সৌভিক মুখার্জী, কলকাতা: পুলিশের এনকাউন্টারে খতম হল বিহার পুলিশের রাতের ঘুম ওড়ানো চার মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল (Bihar Criminal Encounter)। বিধানসভা নির্বাচনের আগে বিরাট স্বস্তি পেল বিহার পুলিশ। সূত্রের খবর, বুধবার রাত আড়াইটা নাগাদ দিল্লির রোহিনী এলাকার বাহাদুর শাহ মার্গে তাদের খতম করেছে বিহার পুলিশ এবং দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।
কারা এই গ্যাংস্টার?
সূত্র মারফৎ খবর, নিহত চার ক্রিমিনালের নাম যথাক্রমে রঞ্জন পাঠক (25), বিমলেশ মাহাতো (25), মণীশ পাঠক (33) এবং আমন ঠাকুর (21)। জানা যাচ্ছে, আমন দিল্লির কারাওয়াল নগরের বাসিন্দা। আর বাকি তিনজন বিহারের সীতামঢ়ির বাসিন্দা। বিহার পুলিশ দাবি করছে, তারা মূলত ‘সিগমা অ্যান্ড কোং’ গ্যাংয়ের সদস্য ছিল এবং গোটা দেশে অপরাধমূলক কাজবাজ করে বেরাত। উল্লেখ্য, রঞ্জক ওই গ্যাংয়ের মূল মাথা। আর তাদের এলাকা ছিল মূলত বিহারের সীতামঢ়ি সহ একাধিক জেলা। এমনকি বিহার ছাড়াও একাধিক রাজ্য ও দিল্লিতে তারা দলবল নিয়ে এরকম অপরাধমূলক চক্রান্ত করত।
কখন হল কাউন্টার?
জানা গিয়েছে, পুলিশের কাছে আগাম খবর ছিল। বিহারের ভোটের সময় একাধিক অপরাধমূলক কাজবাজ করে বেরিয়েছিল ওই সিগমা গ্যাং। আর সেই খবর পেয়েই মূলত ফাঁদ পাতা হয়। জানা যাচ্ছে, বুধবার রাতে বাহাদুর শাহ মার্গের ডক্টর আম্বেদকর চক ও পানসালি চকের মাঝে তাদের ডেকে পাঠানো হয়। রাত দেড়টা নাগাদ ওই মার্গের একাধিক জায়গায় ছোট ছোট দলে ভাগ হয়ে পজিশন সেট করে নিয়েছিল পুলিশ। এমনকি তাদের কাছে খবর ছিল যে, গ্যাংস্টারদের কাছে পিস্তল এবং কার্তুজ রয়েছে।
#WATCH | Delhi | Delhi Police Crime Branch, in coordination with Bihar Police, shot dead four members of Bihar’s notorious Ranjan Pathak gang during an encounter in Rohini at around 2:20 AM. Acting on specific intelligence inputs that the gang members were planning to carry out a… pic.twitter.com/RZ3juyliGO
— ANI (@ANI) October 23, 2025
তবে ওই এলাকায় পৌঁছনো মাত্রই গ্যাংস্টার দেরকে আত্মসমর্পণ করতে বলা হয়। তবে তা না করে তারা গুলি চালাতে শুরু করে। তবে কোনও ঝুঁকি না নিয়ে পুলিশও পাল্টা গুলি চালায়। আর তাতেই চার গ্যাংস্টার খতম হয়। এমনকি বৃহস্পতিবার ভোরবেলা গুলিবিদ্ধ অবস্থায় তাদের দিল্লির ডক্টর বিএসএ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে চিকিৎসকরা সেখানে তাদেরকে মৃত বলে ঘোষণা করে।
আরও পড়ুনঃ উচ্চস্বরে মাইক বাজানোর জন্য চাপ, দাবি না মানায় সোনারপুরে যুবককে কুপিয়ে খুন প্রতিবেশীর
উল্লেখ করার বিষয়, দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ সুত্রে খবর পাওয়া গিয়েছিল যে, তোলাবাজি থেকে শুরু করে খুন, অপহরণ, ডাকাতি, প্রাণে মারার হুমকির মতো অসংখ্য মামলা রয়েছে ওই গ্যাংস্টারদের বিরুদ্ধে। এমনকি বিহারের ব্রহ্মশ্রী সেনা প্রধান গণেশ শর্মা, মদন শর্মা এবং আদিত্য সিংহের খুনেও ওই গ্যাং জড়িত ছিল বলে খবর।