শীত আসার আগেই দুর্যোগের পূর্বাভাস, কেমন থাকবে আজকের আবহাওয়া?

Published:

Weather Update
Follow

সহেলি মিত্র, কলকাতা: ফের একবার শিরোনামে বাংলার আবহাওয়া (Weather)। কালীপুজো মিটতেই নতুন করে বৃষ্টি পেতে চলেছে বাংলা। জানা গিয়েছে, বঙ্গোপসাগরের উপরে বর্তমানে নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। যদিও তার প্রভাব আপাতত এ রাজ্যের আবহাওয়ায় পড়ছে না এটাও জানানো হয়েছেন হাওয়া অফিসের তরফে। তবে আজ শুক্রবার থেকে বাংলার আবহাওয়ার বিরাট বদল ঘটতে চলেছে। আর শুকনো থাকবে না আবহাওয়া। সপ্তাহান্তে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস।

আলিপুর আবহাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, তামিলনাড়ু উপকূলের কাছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে যে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল রয়েছে, তা সপ্তাহান্তে নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে। তার পরে উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে এগোবে। এর মধ্যেই দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে নতুন করে তৈরি হচ্ছে নিম্নচাপ অঞ্চল। এটিও উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে এগোতে থাকবে। এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা তা এখনো অবধি জোর দিয়ে বলা যাচ্ছে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, শুক্রবার দক্ষিণের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কিছু জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকবে। একই পরিস্থিতি হবে কলকাতারও।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আজ থেকেই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আগামীকালের আবহাওয়া

শনিবার থেকে ফের একবার বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরী হয়েছে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় বর্ষণের সম্ভাবনা রয়েছে। অপরদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে আরও বেশি বৃষ্টি বাড়বে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join