উৎসবের মরসুম কাটতেই দেশজুড়ে বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতার রেট কত জানুন

Published:

Petrol And Diesel Price
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: গতকাল ভাইফোঁটা দিয়ে এ বছরের উৎসবের মরসুম শেষ। তবে তারই মাঝে দেশজুড়ে পেট্রোল-ডিজেলের দামে (Petrol And Diesel Price) এল পরিবর্তন। হ্যাঁ, বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে অনেকটাই। আর সে কারণেই রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি আজ সকালে বেশ কয়েকটি শহরে তেলের দাম বাড়িয়েছে। মোটামুটি উত্তরপ্রদেশ থেকে বিহার পর্যন্ত বেশ কয়েকটি শহরে আজ পেট্রোল এবং ডিজেলের খুচরো দাম কিছুটা বেড়েছে। তবে দিল্লি, মুম্বাইসহ চারটি মহানগরীতে তেলের দাম কোনওরকম পরিবর্তন হয়নি। চলুন দেখে নেওয়া যাক।

কোন কোন শহরে বাড়ল তেলের দাম?

রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলির দেওয়া তথ্য অনুযায়ী, উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধনগর জেলায় পেট্রোলের দাম ৬ পয়সা বেড়ে ৯৪.৭৭ টাকা হয়েছে। ডিজেলের দামও বেড়েছে ৮ পয়সা, আর এখন তা দাঁড়িয়েছে ৮৭.৮৯ টাকা। এদিকে গাজিয়াবাদে পেট্রোলের দাম ৪৮ পয়সা বেড়ে ৯৪.৪১ টাকা হয়েছে, আর ডিজেলের দাম ৫৬ পয়সা বেড়ে ৮৭.৪৭ টাকা দাঁড়িয়েছে। পাশাপাশি বিহারের রাজধানী পাটনায় পেট্রোলের দাম ৮৮ পয়সা বেড়ে ১০৬.১১ টাকা হয়েছে, আর ডিজেলের দাম ৮৩ পয়সা বেড়ে ৯২.৩২ টাকা দাঁড়িয়েছে।

মেট্রো শহরগুলিতে পেট্রোল ও ডিজেলের দাম

এদিকে দেশের প্রধান চারটি মেট্রো শহরে পেট্রোল-ডিজেলের দাম আজ কোনওরকম পরিবর্তন হয়নি। যেমনটা জানা যাচ্ছে—

  • কলকাতায় আজ পেট্রোলের দাম ১০৪.৯৫ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ৯১.৭৬ টাকার প্রতি লিটার।
  • দিল্লিতে আজ পেট্রোলের দাম ৯৪.৭২ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ৮৭.৬২ টাকা প্রতি লিটার।
  • মুম্বাইতে আজ পেট্রোলের দাম ১০৩.৪৪ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ৮৯.৯৭ টাকা প্রতি লিটার।
  • চেন্নাইতে আজ পেট্রোলের দাম ১০০.৭৪ টাকার প্রতি লিটার এবং ডিজেলের দাম ৯১.৭৬ টাকা প্রতি লিটার।

আরও পড়ুনঃ বদলে যাবে ভারতের চিত্র! রাজস্থানে মিলল টন টন সোনার ভান্ডারের হদিশ

এদিকে আমরা যদি অপরিশোধিত তেলের কথা যদি বলি, তাহলে গত ২৪ ঘন্টায় এর দাম অনেকটাই ঊর্ধ্বগতিতে ঠেকেছে। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ১ ডলারের বেশি বেড়েছে এবং এখন তা ব্যারেল প্রতি দাঁড়িয়েছে ৬৫.৮৫ মার্কিন ডলার। এমনকি WTI এর দামও ব্যারেল প্রতি বেড়ে এখন পৌঁছেছে ৬১.৬৫ মার্কিন ডলার।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join