শিলিগুড়ির রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনার শিকার পরিযায়ী শ্রমিক বোঝাই বাস! আহত একাধিক

Published:

siliguri bus accident
Follow

সহেলি মিত্র, কলকাতা: বাংলায় ফের এক বড়সড় বাস (Siliguri Bus Accident) দুর্ঘটনা ঘটে গেল। শিলিগুড়ি-জলপাইগুড়ি রাজ্য সড়কের রাজগঞ্জের ভুটকিরহাটের ঘটনা। এখানে একটি যাত্রীবাহী বাস শুক্রবার গভীর রাতে দুর্ঘটনার কবলে পড়ে। এদিকে দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে আহত হয়েছেন বহু যাত্রী।

শিলিগুড়িতে বড়সড় বাস দুর্ঘটনা

রিপোর্ট অনুযায়ী, একটি বেসরকারি বাস আসাম থেকে বিহার যাচ্ছিল। এরপর সেটি ভুটকিরহাটে দুর্ঘটনার শিকার হয়। বাসে ছিলেন ইতভাটার শ্রমিকরা। তাঁরা সকলে আসাম থেকে বিহারে যাচ্ছিলেন কাজ করতে। বাসটির সামনের অংশ দেখলে আপনিও আঁতকে উঠবেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে। ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়েছেন রাজগঞ্জ থানার পুলিশ আধিকারিকরা। কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

আহত বহু শ্রমিক

আনুমানিক রাত ১টা থেকে রাত দেড়টার মধ্যে যাত্রীবাহী বেসরকারি বাসটির সঙ্গে অপর একটি মালবাহী গাড়ির  মুখোমুখি সংঘর্ষ ঘটে এবং দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনার তীব্রতা এতটাই ভয়ঙ্কর রকমের ছিল যে যাত্রীবাহী বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে। ঘটনায় আহত হয়েছেন বহু মানুষ। আহতদের উদ্ধার করে ফুলবাড়ি বেসরকারি হাসপাতাল, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বাসের মধ্যে বেশিরভাগই ছিলেন শ্রমিক। তাঁদের মধ্যে বহু মানুষ আহত হয়েছেন। এদিকে তাঁদের রাতেই উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join