বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে মহিলা বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করল ভারতীয় মহিলা দল (ICC Women’s World Cup)। এতদিন যে আশঙ্কাটা কুরে কুরে খাচ্ছিল ভারতীয় ভক্তদের, এবার সেই অনাকাঙ্ক্ষিত আশঙ্কাকে উড়িয়ে সেমিফাইনালের পথে বড় পদক্ষেপ ভারতের। বৃহস্পতিবারের বৃষ্টি বিঘ্নিত 49 ওভারের ম্যাচে প্রতিপক্ষকে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে 53 রানে গুটিয়ে দিয়েছে হরমনপ্রীত কৌরের দল। তাতে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার পর চতুর্থ দল হিসেবে শেষ চারের লড়াইয়ে ঢুকে পড়ল ভারতের মেয়েরা।
দুই ভারতীয় নারীর লড়াইয়ে জয় পেল দল
বৃহস্পতিবার, ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচে টিম ইন্ডিয়ার ইনিংস চলাকালীন 48 ওভারে গিয়ে বাগড়া হয় বৃষ্টি। সাময়িকভাবে খেলা বন্ধ হলেও পরবর্তীতে আম্পায়াররা ম্যাচ 49 ওভারে নামিয়ে আনার সিদ্ধান্ত নেন। ফলে শেষের 1 ওভার মিলিয়ে 340 রান তোলে ভারত। না বললেই নয়, এদিন ভারতের হয়ে 95 বলে 10টি চার এবং 8টি ছয় হাঁকিয়ে 109 রান করেছিলেন স্মৃতি মান্ধানা। অন্যদিকে 134 বল খেলে 13টি চার এবং দুটি ছয় সহযোগে 122 রানের বড় ইনিংস খেলেন প্রতিকা রাওয়ালও। আর সেই সূত্রেই নিউজিল্যান্ডকে 341 এর বড় লক্ষ্য দেয় ভারত।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খেয়েছিল নিউজিল্যান্ড। ওপেনিং করতে এসে 1 রানে আউট হয়ে যান সুজানা বেটস। এরপর থেকে ভারতের বিপক্ষে টিকে থেকে খেলার চেষ্টা করলেও দফায় দফায় নিউজিল্যান্ডের উইকেট ভেঙেছে টিম ইন্ডিয়া। যদিও সেসবের মাঝেই 81 রানের বড় ইনিংস খেলেন নিউজিল্যান্ডের ব্রুক হ্যালিডে। বলা বাহুল্য, এদিন নিউজিল্যান্ডের ইনিংস শুরুর আগে ফের বৃষ্টি নেমেছিল। যার কারণে ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে নিউজিল্যান্ডের জয়ের জন্য 44 ওভারে 325 রান প্রয়োজন ছিল। কিন্তু সেটাও পূরণ করে উঠতে পারেনি প্রতিপক্ষ। ভারতীয় বোলিং আক্রমণের সামনে ধুঁকতে ধুঁকতে কিছুদূর এগোলেও শেষ পর্যন্ত 44 ওভার শেষে 271 রান করে পরাজয় স্বীকার করে নেয় নিউজিল্যান্ড।
অবশ্যই পড়ুন: বদলে যাবে ভারতের চিত্র! রাজস্থানে মিলল টন টন সোনার ভান্ডারের হদিশ
উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় জয়ের পর এই মুহূর্তে মহিলা বিশ্বকাপের পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে ভারতীয় দল। তাদের বর্তমান পয়েন্ট 6। অন্যদিকে তালিকার শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার হাতে রয়েছে 11 পয়েন্ট। এছাড়াও ইংল্যান্ড 9 এবং দক্ষিণ আফ্রিকা 10 পয়েন্টে রয়েছে। চলতি মহিলা বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের শেষ ম্যাচ আগামী 26 অক্টোবর, বাংলাদেশ দলের বিপক্ষে।












