‘ফর্মে ফিরতে না পারলে…’ বিরাট কোহলিকে সতর্ক করলেন রবি শাস্ত্রী

Published:

Ravi Shastri On Virat Kohli regarding his performance and career
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ প্রায় 7 মাস পরে ওয়ানডে ক্রিকেটে ফিরেছেন বিরাট কোহলি। তবে কামব্যাক করেও কাজের কাজ করে দেখাতে পারেননি তিনি। একদিনের সংস্করণের অন্যতম সফল ব্যাটসম্যান বিরাট অস্ট্রেলিয়ার বিপক্ষে বিগত দুই ওয়ানডেতেই শূন্য নিয়েই ফিরেছেন। যার কারণে কোহলি পাগল ভক্তরাও হতাশ। আসলে, টি-টোয়েন্টি এবং টেস্ট থেকে অবসরের পর বিরাট কোহলি এবং রোহিত শর্মার জন্য অস্ট্রেলিয়া সিরিজ অগ্নিপরীক্ষার মতোই। তবে সেখানে ধারাবাহিক ভাবে ব্যর্থ হওয়ার পর এবার প্রশ্ন উঠতে শুরু করেছে কোহলির ভবিষ্যৎ নিয়ে। এরই মাঝে, বিরাটকে বড়সড় সতর্কবার্তা দিলেন ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri On Virat Kohli)। তাঁর মতে, ‘ফর্মে ফিরতে না পারলে, বাদ পড়তে হবে!’

বিরাট কোহলিকে সতর্কবার্তা রবি শাস্ত্রীর

NEWS 24 এর এক প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রবি শাস্রীকে একটি শো চলাকালীন বিরাট কোহলির সাথে কথা বলতে দেখা যায়। সেখানেই নাকি তিনি বিরাটকে সতর্ক করে বলেন, ‘দলে কারোর জায়গা চিরস্থায়ী নয়! জায়গা ধরে রাখতে সকলকে ভাল পারফর্ম করতে হয়। যত দ্রুত সম্ভব কোহলিকে ফর্মে ফিরতে হবে। তা না হলে ভারতীয় দলের বর্তমান অবস্থানে জায়গা হওয়াটা কঠিন।’

রবি নাকি এও বলেছিলেন, ‘ভারতীয় দলে এই মুহূর্তে খারাপ পারফরমেন্স নিয়ে টিকে থাকাটা কঠিন, সেটা বিরাট, রোহিত হোক কিংবা অন্য কেউ। ওয়ানডে ক্রিকেটে তাদের রেকর্ড দুর্দান্ত। তবে টানা দুই ম্যাচে কোহলির শূন্যতে ফেরাটা অস্বাভাবিক। তাঁকে অবশ্যই ছন্দে ফিরতে হবে।’

অবশ্যই পড়ুন: ‘আমি বিশ্বাস করি কালী মূর্তি একজন মুসলমান ভেঙেছে!’ কাকদ্বীপ কাণ্ডে মুখ খুললেন দেবাংশু

কোহলির কেরিয়ার নিয়ে সংশয়!

একদিনের ক্রিকেটে এক সময় দাপিয়ে খেলেছেন বিরাট, তবে আজ তাঁর অবস্থা ভাষায় প্রকাশের অযোগ্য… অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর দুই ম্যাচে শূন্যতে আউট হওয়াটা কোহলির সাথে একেবারেই মানানসই নয় বলেই মনে করছেন অভিজ্ঞ মহল। তবে অনেকেই আবার এটাও বলছেন, ক্রিকেট মুহূর্তের খেলা, এখানে যেকোনও সময় যা কিছু হতে পারে। তবে এসব কিছুর মাঝেই ক্রমশ ক্ষীণ হয়ে আসছে বিরাটের কেরিয়ার! অনেকেরই দাবি, অস্ট্রেলিয়া সিরিজে নিজেকে প্রমাণ করার জায়গা ছিল কোহলির, দুই ম্যাচে সেটা পারলেন না তিনি। আগামীকাল সিডনিতে অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় ওয়ানডেতেও যদি বিরাট ব্যর্থ হন সেক্ষেত্রে ভারতীয় দল থেকে তাঁকে চিরতরে বিদায় নিতে হবে! এখন দেখার, শেষ ওয়ানডেতে বিরাটির ব্যাট কথা বলে কিনা!

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join