সৌভিক মুখার্জী, কলকাতা: যোগীরাজ্যে (Uttar Pradesh) এবার সাংবাদিকটা কুপিয়ে খুনের অভিযোগ। বৃহস্পতিবার সন্ধ্যাবেলা প্রয়াগরাজে সিভিল লাইনস এলাকায় এক হোটেলের সামনে দিয়ে যাচ্ছিলেন সাংবাদিক লক্ষীনারায়ন সিং অরফে পাপ্পু। তাঁর বয়স ৫৪। কিন্তু আচমকাই তাঁর উপর হামলা হয় এবং গুরুতর জখম হন তিনি। এরপর স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে গেলে শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
এদিকে তদন্তে নামার পর বিশাল নামের এক দুষ্কৃতীর জড়িত থাকার খবর পেয়েছিল পুলিশ। বৃহস্পতিবার রাতে তার খোঁজে তল্লাশিও চালানো হয়েছিল। এমনকি সে প্রয়াগরাজে রয়েছে বলেই জানতে পারে প্রশাসন। তবে সেখান থেকে সে পালানোর চেষ্টা করে এবং পাল্টা পুলিশের উপর হামলাও চালায়। এরপর পাল্টা গুলি চালায় পুলিশ। তবে বিশালের পায়ে তিনটি গুলি লাগাতে হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে।
#प्रयागराज के सिविल लाइंस इलाके में प्रसिद्ध पत्रकार एल.एन. सिंह की चाकू और गोली मारकर हत्या कर दी गई। हमलावरों ने उन पर करीब 20 से 25 बार वार किया, जिससे उनकी मौके पर ही मौत हो गई। वरिष्ठ पत्रकार की हत्या से शहर में सनसनी फैल गई और पत्रकारों में गहरा आक्रोश है। पुलिस… pic.twitter.com/3dl0LGkBoi
— UttarPradesh.ORG News (@WeUttarPradesh) October 24, 2025
কেন খুন করা হল সাংবাদিককে?
এবার স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কেন ৫৪ বছর বয়সী সাংবাদিকের এরকম আচমকা মর্মান্তিক পরিণতি হল? যদিও এখনও পর্যন্ত কোনও তথ্য খুঁজে পাননি তদন্তকারীরা। তবে অ্যাডিশনাল ডেপুটি কমিশনার পুরস্কার ভার্মা জানাচ্ছেন, প্রয়াত সাংবাদিক পাপ্পু হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট অশোক সিনহার ভাইপো ছিলেন। তবে কেন তাঁকে খুন করা হল, তার কোনও উত্তর এখনও পর্যন্ত পুলিশের কাছে আসেনি। এমনকি ভর সন্ধ্যায় তাঁকে এভাবে খুন করা হওয়ায় তাঁর পরিবার সুবিচার চাইছে।
আরও পড়ুনঃ শুভেন্দুর আইনি রক্ষাকবচ তুলে নিল হাইকোর্ট! অস্বস্তিতে বিরোধী দলনেতা
পাশাপাশি পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের পাকড়াও করার চেষ্টা চলছে। ইতিমধ্যে যেহেতু একজনকে গ্রেফতার করা হয়েছে, তাই তার সঙ্গে আরও অনেকে থাকতে পারে বলেই অনুমান। বৃহস্পতিবার রাতেই পুলিশের তল্লাশিতে ওই অভিযুক্ত ধরা পড়ে। এমনকি পালাতে গিয়েই এনকাউন্টারে জড়িয়ে পড়ে সে। এছাড়া সন্দেহভাজন আরও দু’জন ব্যক্তিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।












