প্রীতি পোদ্দার, কাকদ্বীপ: কিছুদিন আগে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের (Kakdwip) হারউড পয়েন্ট কোস্টাল থানার অন্তর্গত সূর্যনগর এলাকায় একটি পূজা মণ্ডপে কালী প্রতিমার মাথা ভেঙে দেওয়ার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল। সেই নিয়ে রীতিমত বিক্ষোভ দেখিয়েছিল বিরোধী দল বিজেপি। প্রশাসনের দিকে আঙুল তুলেছিল, অন্যদিকে কালী মূর্তি ভাঙার ঘটনায় এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন। শুভেন্দু অভিযোগ করেন, ‘জেহাদিরা’ প্রতিমার মাথা কেটে নিয়ে পালিয়ে গেছে। কিন্তু সেই ঘটনায় গ্রেফতার হন নারায়ণ হালদার নামের এক হিন্দু যুবক। আর তার বিরুদ্ধেই প্রকাশ্যে এল এক চাঞ্চল্যকর তথ্য।
কাকদ্বীপে মূর্তি ভাঙা নিয়ে উঠে এল জটিল তথ্য
কাকদ্বীপের সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের নস্করপাড়া বা উত্তর চন্দনপুর এলাকার এই কালী মূর্তি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি হয়েছিল। তাই এই উত্তেজনাকর পরিস্থিতি ঠেকাতে সুন্দরবন পুলিশ জেলার আধিকারিকরা তৎপর হয়ে ওঠেন। অবশেষে এই কালী মূর্তির ঘটনায় মূল অভিযুক্ত ওই এলাকার বাসিন্দা ভূপতি হালদারের পুত্র নারায়ণ হালদারকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি সে নাকি মদ্যপ অবস্থায় এ কাজ করেছে। কিন্তু এই কথাটিই নারাজ বিরোধীরা। তাঁদের স্পষ্ট বক্তব্য এই কাজ নিশ্চয়ই শাসকদলের উস্কানিতে করা হয়েছে। পাল্টা সুর চড়ায় তৃণমূল। এমতাবস্থায় অভিযুক্ত আদতে কোন দল করে সেই নিয়ে মুখ খুললেন নারায়ণ হালদারের বাবা ভূপতি হালদার।
প্রকাশ্যে ভাইরাল ভিডিও
ABP আনন্দকে দেওয়া এক সাক্ষাৎকারে নারায়ণ হালদারের বাবা ভূপতি হালদার ওইদিন রাতের ঘটনা নিয়ে নানারকম বিস্ফোরক দাবি তোলেন। তাঁর মতে, সেখানে আরও কয়েকজন ছেলে ছিল, তাহলে কেন তাঁদের বাদ দিয়ে আমার ছেলেকেই গ্রেফতার করা হল, শুধু তাই নয়, তিনি এও স্বীকার করে নিচ্ছেন যে সে ও তার ছেলে দুজনেই তৃণমূল করে। আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই হই হই পরে যায় রাজনৈতিক অন্দরে। বিরোধী দল বিজেপির একাংশ অভিযোগ করে যে, ”চটিচাটারা কাল বলছিল নারায়ণ হালদার নাকি RSS এর জঙ্গি,তারা কি এবার বলবে নারায়ণ হালদার তৃণমূলের জঙ্গি??” অনেকেই আবার বলছে টাকা দিয়ে মুখ বন্ধ করে দিয়েছে বিজেপি।
TMC hires the WORST SCRIPTWRITERS!
To shift the blame for Maa KALI idol BEHEADING they put the blame on Narayan Haldar, SON OF TMC worker Bhupati Haldar whose father had also CONTESTED ELECTIONS on a TMC TICKET!
This is all a part of Mamata’s JIHADI BACHAO YOJANA! pic.twitter.com/YmdmFxWHBH
— BJP West Bengal (@BJP4Bengal) October 25, 2025
আরও পড়ুন: লণ্ডভণ্ড হতে পারে সবকিছু! সোমবারই খেল দেখাবে ঘূর্ণিঝড় মান্থা, জারি তুমুল সতর্কতা
এদিকে কাকদ্বীপের এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ অফিসার সকল পক্ষকে ভুল তথ্য বা গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন। অন্যদিকে, শাসক দল তৃণমূল কংগ্রেস, পুলিশ প্রশাসনের প্রশংসা করে জানিয়েছে যে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা রোধ করতে ও দোষীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এছাড়াও তিনি আরও বলেন যে, “পুলিশ সংবেদনশীলতা ও তৎপরতা দেখিয়েছে এবং যারা এই ঘটনাটিকে সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করছে, তারা বাংলার সম্প্রীতির ক্ষতি করছে।”












