রোহিতের পর শুভমনেও বদলালনা চিত্র! টানা ১৮ বার ওয়ানডে টসে হারল ভারত

Published:

India Vs Australia team India lost toss for 18 times
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ম্যাচের ফলাফল সঙ্গ দিলেও টসভাগ্য একেবারেই নেই ভারতের। একদিনের ক্রিকেটে বারবার সেটা প্রমাণিত। 2023 বিশ্বকাপের ফাইনাল থেকে শুরু করে আজ, অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে (India Vs Australia) টানা 18 বার টস হারল ভারত। অধিনায়ক রোহিত শর্মা থেকে শুরু করে শুভমন গিল, সব ক্ষেত্রেই টসভাগ্য ভারতের বিপরীতে। কবে কাটবে এমন দুর্দশা? প্রশ্ন ভক্তদের। 

টস হেরেই বিশ্বরেকর্ড ভারতের! 

রোহিত জামানায় টানা 15টি একদিনের ম্যাচে টস হেরেছিল ভারত। এই মুহূর্তে শুভমন গিলের ক্ষেত্রেও ছবিটা এক। চলতি সিরিজে পরপর তিনটি ম্যাচেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরেছে ভারতীয় দল। এক কথায়, 2023 সালের 19 নভেম্বর থেকে শুরু করে আজ, 25 অক্টোবর, প্রায় দুটো বছর টস জেতার নিরিখে ভারতের অবস্থা একটুও বদলায়নি। আর সেই সূত্রেই বিশ্ব রেকর্ড করেছিল টিম ইন্ডিয়া। বর্তমানে সেই রেকর্ড ক্রমশ মজবুত হচ্ছে।

টস হারলেও ম্যাচের নিরিখে এগিয়ে ভারত


না বললেই নয়, আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে ধারাবাহিকভাবে টসে পরাজিত হলেও, ম্যাচ জয়ের পরিসংখ্যান কিন্তু ভারতের কথাই বলে। আসলে গত 17 ম্যাচের মধ্যে 10টি ম্যাচেই জয় তুলেছে ভারত। এর আগে চ্যাম্পিয়নস ট্রফিতে অপরাজিত থেকে ফাইনাল জেতে টিম ইন্ডিয়া। যার প্রভাব সরাসরি গিয়ে পড়েছে ভারতীয় দলের ম্যাচ জয়ের পরিসংখ্যানে। 

অবশ্যই পড়ুন: আমরা তৃণমূল করি, শুধু আমার ছেলেকেই ধরেছে!’ বিস্ফোরক নারায়ণ হালদারের বাবা ভূপতি

বলাই বাহুল্য, বহুুপাক্ষিক টুর্নামেন্টে ভারতীয় দলের রেকর্ড ভাল থাকলেও, একদিনের দ্বিপাক্ষিক সিরিজে খুব একটা ভালো খেলতে পারছে না টিম ইন্ডিয়া। যার অন্যতম প্রমাণ চলতি অস্ট্রেলিয়া সিরিজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম বৃষ্টি বিঘ্নিত টেস্টে 7 উইকেটে প্রথম ধাক্কা খায় ভারত। সেই ম্যাচ হারের পর অ্যাডিলেডে পরাজয় যন্ত্রনা কাটাবার চেষ্টা করেও 2 উইকেটে পরাস্ত হয় টিম ইন্ডিয়া। যার জেরে সিরিজ পকেটে পুড়ে নেয় অজিরা। যদিও তৃতীয় ওয়ানডে জেতার আমরণ চেষ্টা করছে ভারত। এখন দেখার সেই চেষ্টায় আদৌ কতটা লাভবান হয় শুভমনের দল!

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join