৩% DA বাড়ল কর্মী ও পেনশনভোগীদের

Published:

da hike (1)
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ দিওয়ালি মিটতেই এবং ছট পুজোর আবহে লটারি লাগল আরও এক রাজ্যের সরকারি কর্মী এবং পেনশনভোগীদের। ডিএ (DA) থেকে শুরু করে মহার্ঘ্য ত্রাণ বা ডিআর ৩% বাড়ল রাজ্য সরকারি কর্মীদের। আর এই ডিএ বা মহার্ঘ্য ভাতা বৃদ্ধি পেয়েছে হরিয়ানা সরকারের কর্মীদের। সরকারের এহেন সিদ্ধান্তের ফলে কর্মরত কর্মীদের সঙ্গে পেনশন প্রাপকরা বিশেষভাবে লাভবান হবেন বলে খবর।

ডিএ বৃদ্ধি করল হরিয়ানা সরকার

রিপোর্ট অনুযায়ী, সরকারের এই ঘোষণার মাধ্যমে, মহার্ঘ্য ভাতা ৫৫% থেকে বেড়ে ৫৮% হয়েছে। সংশোধিত মহার্ঘ্য ভাতা ১ জুলাই, ২০২৫ থেকে কার্যকর হবে। কর্মচারীরা তাদের নভেম্বরের বেতনের সাথে বর্ধিত বেতন পাবেন বলে আশা করা হচ্ছে। এফপিজে-র এক প্রতিবেদন অনুসারে, এই সংশোধনী থেকে প্রায় ৬০০,০০০ সুবিধাভোগী উপকৃত হবেন, যার মধ্যে ৩০০,০০০ নিয়মিত কর্মচারী এবং ৩০০,০০০ পেনশনভোগী অন্তর্ভুক্ত। রাজ্যের অর্থ বিভাগ এই বৃদ্ধি নিশ্চিত করে একটি সরকারি নির্দেশ জারি করেছে।

সরকার আরও স্পষ্ট করে জানিয়েছে যে বর্ধিত ডিএ এবং ডিআর হার অক্টোবর মাসের বেতন এবং পেনশনের সঙ্গে পরিশোধ করা হবে। এছাড়া জুলাই থেকে সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন নভেম্বর মাসে পরিশোধ করা হবে। সংশোধিত ডিএ এবং ডিআর কর্মরত কর্মচারী এবং পেনশনভোগী উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, যার মধ্যে পারিবারিক পেনশনভোগীও অন্তর্ভুক্ত। এই বিষয়ে চিঠি জারি করে এমনটাই জানিয়েছেন মুখ্য সচিব অনুরাগ রাস্তোগি। বর্তমানে সকলের মধ্যে খুশির হাওয়া বইছে।

মিলবে বাড়তি বেতন

মহার্ঘ্য ভাতা এবং মহার্ঘ্য ত্রাণের পাশাপাশি বাড়তি বেতন পাবেন আনুমানিক ৬ লক্ষ কর্মী। সরকারি সূত্রে খবর, ডিএ বৃদ্ধির ফলে সরাসরি মাসিক বেতন বৃদ্ধি পায় কারণ ডিএ মূল বেতনের শতাংশ হিসাবে গণনা করা হয়। উদাহরণস্বরূপ, যদি একজন কর্মচারীর মূল বেতন ২০,০০০ টাকা হয়, তাহলে মহার্ঘ্য ভাতা ৫৫% থেকে ৫৮% বৃদ্ধি করলে প্রতি মাসে প্রায় ৬০০ টাকা বৃদ্ধি পাবে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join