বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় সেনার যুদ্ধমহড়ার (Trishul Exercise) আগেই বিরাট পদক্ষেপ পাকিস্তানের! জানা যাচ্ছে, গুজরাত সীমান্তে হতে চলা মহড়ার প্রতিক্রিয়া হিসেবে আগেভাগে মধ্য ও দক্ষিণ আকাশসীমা জুড়ে একাধিক বিমান রুট বন্ধ করে দিল পাকিস্তান সরকার! এ নিয়ে ইতিমধ্যেই জারি হয়েছে একটি বিজ্ঞপ্তি। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী 28 এবং 29 অক্টোবর আকাশসীমা বন্ধ থাকবে। সেই মর্মেই, জারি করা হয়েছে নোটাম। তবে কেন বিমান চলাচলের রুট বন্ধ রাখা হচ্ছে, তার কোনও কারণ জানায়নি পশ্চিমের দেশ।
ভয় পেয়েই আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত নিল পাকিস্তান?
ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং সন্ত্রাসী কার্যকলাপ রোধ করতে সশস্ত্র বাহিনীর তিন শাখার মধ্যে সমন্বয়ে বাড়ানোর লক্ষ্যে আগামী 30 অক্টোবর গুজরাত-রাজস্থান সীমান্ত ও আরব সাগরে শুরু হচ্ছে ভারতের যুদ্ধ সামরিক মহড়া অপারেশন ত্রিশূল। যা চলবে আগামী 10 নভেম্বর পর্যন্ত। না বললেই নয়, বিগত কয়েক বছর ধরেই ভারতীয় সেনাবাহিনীর তিন শাখার মধ্যে সমন্বয় বাড়াতে একেবারে উঠে পড়ে লেগেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও এই মুহূর্তে, ভারতীয় স্থলসেনা, নৌসেনা এবং বায়ুসেনার পৃথক কমান্ড রয়েছে। তবে প্রতিরক্ষা মন্ত্রকের লক্ষ্য, আমেরিকা, রাশিয়া, চিনের মতোই সশস্ত্র বাহিনীতে থিয়েটারাইজেশন পদ্ধতির মাধ্যমে ভিন্ন কমান্ডের বদলে অভিন্ন থিয়েটার কমান্ড বা সমন্বয়ে গঠন করা।
বিশেষজ্ঞ মহলের মতে, উন্নত দেশগুলির মতো ভারতীয় সশস্ত্র বাহিনীতেও যদি থিয়েটারাইজেশন ব্যবস্থা চালু করা যায় সেক্ষেত্রে, যুদ্ধ পরিস্থিতিতে দাঁড়িয়ে সমন্বয়ের মাধ্যমে সুবিধা হবে সেনাবাহিনীর তিন শাখারই। এতে শত্রুদের রুখে দিয়ে যুদ্ধে জয়লাভ করাটা ভারতের পক্ষে অনেকটাই সহজ হবে। কিন্তু এসবের মাঝে কেন আকাশসীমায় বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞার জারি করল পাকিস্তান? বিশ্লেষক মহলের দাবি, ‘অপারেশন সিঁদুরে পাকিস্তান যেভাবে নাস্তানাবুদ হয়েছে, সেই ভয়কে ধরে রেখেই ভারতের যুদ্ধমহড়ার আগে কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না, পাকিস্তানি সেনা। মূলত সেই কারণেই, এমন সিদ্ধান্ত।’ তাছাড়াও অনেকেই মনে করছেন, স্যার ক্রিক সহ গুজরাত সীমান্তের সেনা সমাবেশ হতে পারে বলেই মনে করছে পাকিস্তান, তাই এই নোটাম জারি।
#FPWorld: Pakistan has restricted several air traffic routes over its central and southern regions just days before India’s tri-services exercise, Trishul, begins near the border. https://t.co/dJApoWsOCJ
— Firstpost (@firstpost) October 25, 2025
অবশ্যই পড়ুন: গম্ভীরের এই কথাতেই হল কাজ? ফাঁস হর্ষিত রানার সাফল্যের রহস্য
প্রসঙ্গত, আগামী 10 নভেম্বর পর্যন্ত গুজরাত-রাজস্থান সীমান্ত সহ আরব সাগরে অনুষ্ঠিত হতে যাওয়া বিরাট সামরিক মহড়ায় অংশ নেবে ভারতের স্থল, জল এবং আকাশ তিন ক্ষেত্রেই সেনাবাহিনী। ঠিক সেই কারণে, যুদ্ধমহড়া চলাকালীন এবং তার আগে ওই অঞ্চলের আকাশ থেকে বিমান চলাচলে সতর্কতা হিসেবেই নোটাম জারি করেছে পাকিস্তান। যা এক দিক থেকে পশ্চিমের দেশের ভয়কেই প্রকাশ করে।












