সৌভিক মুখার্জী, কলকাতা: বিনিয়োগকারীদের জন্য বিরাট সুখবর, বিশেষ করে প্রবীণ নাগরিকদের জন্য। কারণ, এমন কিছু ব্যাঙ্ক রয়েছে যেখানে ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) প্রবীণ নাগরিকদের ৮.১% হারে সুদ দেওয়া হচ্ছে। ফলত বিনিয়োগের টাকা দ্বিগুণ হতে খুব বেশি সময় লাগবে না। চলুন দেখে নেওয়া যাক কোন কোন ব্যাঙ্কে এই চড়া হারে সুদ দেওয়া হচ্ছে এবং বিনিয়োগের শর্ত কী রয়েছে।
কোন ব্যাঙ্কগুলি সর্বোচ্চ সুদ দিচ্ছে?
Paisabazaar এর রিপোর্ট অনুযায়ী, বর্তমানে সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের ৫ বছরের স্থায়ী আমানতের উপর ৮.১% হারে সুদ দিচ্ছে। এর পাশাপাশি জানা স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক পাঁচ বছরের স্থায়ী আমানতের উপর ৮% হারে রিটার্ন দিচ্ছে। এমনকি উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের জন্য ৭.৭% হারে রিটার্ন দিচ্ছে। তবে এক্ষেত্রে উল্লেখ করার বিষয়, পাঁচ বছরের নীচে যদি বিনিয়োগ করেন, তাহলে সুরের হার কম মিলবে।
বিনিয়োগের আগে মাথায় রাখুন
তবে হ্যাঁ, স্বল্প অর্থায়ন ব্যাঙ্কগুলিতে আমানত ডিপোজিট ইন্সুরেন্স ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশনের আওতায় ৫ লক্ষ টাকা পর্যন্ত বীমাকৃত থাকে। মোদ্দা কথা, কোনও অপ্রত্যাশিত ঘটনার ক্ষেত্রে যদি ওই ব্যাঙ্ক বাজেয়াপ্ত হয়ে যায়, তাহলে আপনার স্থায়ী আমানতের পরিমাণ এবং ৫ লক্ষ টাকা পর্যন্ত সুদ সুরক্ষিত থাকবে। আর বাকি টাকার কোনও গ্যারান্টি দেওয়া হবে না। তাই বিশেষজ্ঞরা প্রবীণ নাগরিকদের তাদের মোট সঞ্চয়ের বড় অংশ এই ধরনের ব্যাঙ্কগুলোতে বিনিয়োগ না করারই পরামর্শ দেয়। তাই বিনিয়োগের পরিমাণ অবশ্যই লিমিটের মধ্যেই সীমাবদ্ধ রাখা ভালো।
আরও পড়ুনঃ মহিলা ভিক্ষুকের কাছ থেকে উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা! দেখে চক্ষু চড়কগাছ স্থানীয়দের
এক্ষেত্রে উল্লেখ করার বিষয়, যদি কোনও প্রবীণ নাগরিক বছরে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট থেকে ১ লক্ষ টাকার বেশি সুদ আয় করে, তাহলে সেক্ষেত্রে ব্যাঙ্কগুলো সেই পরিমাণের উপর টিডিএস কাটবে। কিন্তু যদি আপনার মোট আয় করযোগ্য সীমার নীচে হয়, তাহলে আপনি ১৫এইচ ফর্ম ফিলাপ করে জমা করে টিডিএস এড়াতে পারবেন। আর ২০২৫-২৬ অর্থবর্ষের নতুন কর কাঠামোর আওতায় ১২ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় করমুক্ত। তাই বিনিয়োগকারীদের জন্য এটি হতে চলেছে এটি সুবর্ণ সুযোগ। তবে অবশ্যই বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে এবং সমস্ত তথ্য বিশ্লেষণ করেই বিনিয়োগের পথে পা বাড়াবেন।












