২৮০ কোটিতে উত্তর হাওড়ায় নতুন জল প্রকল্পের কাজ, সমস্যা মিটবে লাখ লাখ মানুষের

Published:

howrah water project
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ হাওড়ার (Howrah) বাসিন্দাদের জন্য রইল দারুণ সুখবর। আগামী দিনে মিটতে চলেছে জল সমস্যা। জানা গিয়েছে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে উত্তর হাওড়ায় শুরু হয়েছে জল প্রকল্পের কাজ। আর এই কাজ একবার শেষ হলে পানীয় জল নিয়ে কোনও সমস্যাই পোহাতে হবে না হাওড়াবাসীকে।

জল প্রকল্পের কাজ শুরু হাওড়ায়

জানা গিয়েছে, এই জল প্রকল্পের কাজ করতে প্রায় ২৮০ কোটি টাকা খরচ হবে রাজ্যের। কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ) হাওড়ায় একটি জল শোধনাগার নির্মাণের কাজ হাতে নিয়েছে। ৩০ বছরেরও আগে নির্মিত হয়েছে পদ্মপুকুর প্ল্যান্ট। এছাড়া রয়েছে নাজিরগঞ্জ প্লান্ট। তবে এতকিছুর পরেও জল সমস্যা কিছুতেই মিটছে না হাওড়াবাসীর বলে অভিযোগ। প্রায়শই উত্তর হাওড়ার ফকিরবাগান, ধর্মতল্লা রোড, পিলখানা, সালকিয়া, নন্দ ঘোষ লেন এবং বাঁধঘাটের মতো বিশাল এলাকার বাসিন্দারা এই বেল্টে বৃহৎ আকারে উঁচু ভবন নির্মাণের ফলে তীব্র জল সংকটে পড়ছেন।

একজন কর্মকর্তার মতে, পদ্মপুকুর জল শোধনাগার উত্তর হাওড়ার জলের চাহিদা খুব একটা পূরণ করতে পারে না কারণ বিদ্যমান প্ল্যান্টটি ১০ কিলোমিটার দূরে অবস্থিত হওয়ায় সমগ্র বেল্টে পর্যাপ্ত জলের চাপ নেই। উত্তর হাওড়ার কিছু এলাকায় জলের ঘাটতি এতটাই তীব্র যে স্থানীয়দের নিয়মিত জল কিনতে বাধ্য করা হয়। তবে আর চাপ নেই, এর কারণ হাওড়ায় তৈরি হচ্ছে নতুন একটি প্লান্ট।

২০২১ সালে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী

জানা গিয়েছে, ২০২১ সালে নির্বাচিত হওয়ার পর উত্তর হাওড়ার জল সঙ্কট মেটাতে মুখ্যমন্ত্রী এই ২৮০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেন। এরপর থেকে জোরকদমে চলছে কাজ। সম্প্রতি এই বিষয়ে বড় তথ্য দিয়েছেন স্থানীয় বিধায়ক গৌতম চৌধুরী। তিনি জানান, হাওড়া স্টেশন লাগোয়া উত্তর হাওড়া বিধানসভা এলাকায় বহু মানুষের বসবাস। দিনে দিনে বহুতলের সংখ্যা বাড়ছে, সেইসঙ্গে জনসংখ্যাও বাড়ছে। এই এলাকায় প্রায় ৫৬ হাজার মানুষের জল সঙ্কটের কথা ভেবে মুখ্যমন্ত্রী এই জল প্রকল্পের ঘোষণা করেছেন। এর জন্য ২৮০ কোটি টাকা ব্যয় হচ্ছে।

মিলবে বিনামূল্যে জল

এই কাজ একবার শেষ হলে বড় রাস্তা, এলাকার প্রতিটি বাড়ি, এলাকার প্রতিটি গলি সমস্ত জায়গায় পানীয় জলের বিনামূল্যে সংযোগ হবে বলে খবর। আগামী দিনে চাপ কমবে হাওড়ার পদ্মপুকুর এবং নাজিরগঞ্জের।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join