গ্রুপ-সি শিক্ষাকর্মী নিয়োগ পরীক্ষা নিয়ে বড় পদক্ষেপ SSC-র, কপাল খুলবে এদের

Published:

WBSSC
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: বহু ঝামেলা ঝঞ্ঝাটের পর অবশেষে এসএসসির (WBSSC) নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগ পরীক্ষা শেষ হয়েছে। তবে ফলাফল এখনও প্রকাশ্যে আসেনি। দীর্ঘ ৯ বছর পর নির্বিঘ্নেই মিটেছে এসএসসির পরীক্ষা। স্কুল সার্ভিস কমিশনের শিক্ষকপদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫ লক্ষ ৬৬ হাজার। এবার পালা শিক্ষা কর্মীদের। ইতিমধ্যেই আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল সার্ভিস কমিশন। এবার তাঁদের জন্য বড় আপডেট প্রকাশ্যে এল।

শিক্ষা কর্মীদের জন্য বড় আপডেট

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির ২০১৬ সালের গোটা প্যানেলই বাতিল হয়ে হয়েছিল। এরপরই এসএসসির নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছিল আদালত। ওই সময়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছিল, যাঁরা ‘চিহ্নিত অযোগ্য’ নন, তারা আপাতত স্কুলে যেতে পারবেন। তবে ৩১ ডিসেম্বরের মধ্যে রাজ্য সরকারকে পরীক্ষা নিয়ে নতুন নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। শুধু শিক্ষকদের ক্ষেত্রেই এই নির্দেশ কার্যকর হবে বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট। অন্যদিকে শিক্ষা কর্মীদের নিয়ে কোন রকম প্রস্তাব দেওয়া হয়নি। সময়সীমা বেঁধে দেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের একাংশ কিন্তু সেই আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত। তবে সেই নিয়ে চিন্তা নেই, অবশেষে পরীক্ষা নিয়ে বড় আপডেট দিল SSC।

নিয়োগ পরীক্ষায় বাড়তি সুবিধা শিক্ষা কর্মীদের

সম্প্রতি রাজ্যের সরকারপোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলে শিক্ষাকর্মী নিয়োগের জন্য মোট ৮,৪৭৭টি শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। এর মধ্যে গ্রুপ-সি পদে ২,৯৮৯টি এবং ৫,৪৪৮টি গ্রুপ-ডি শূন্যপদে কর্মী নেওয়া হবে। আগামী ৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে বলে জানানো হয়েছে। আর এই পরীক্ষা হবে পরের বছর অর্থাৎ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে। এবার সেই নিয়োগ পরীক্ষার জন্য আলাদা আলাদা নম্বরের বিভাজনের কথাও জানিয়ে দিল কমিশন। এমনকি কাজের অভিজ্ঞতা থাকলে শিক্ষাকর্মী নিয়োগ পরীক্ষায় বাড়তি সুবিধা মিলবে বলেও জানানো হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষকদের যেমন বাড়তি সুবিধা দেওয়া হয়েছে, তেমনই সেই একই সুবিধা পাবেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরাও। তবে, এই বাড়তি সুবিধা মর্জিমাফিক নয়। আইনজ্ঞদের পরামর্শ মেনেই নিয়োগের ক্ষেত্রে যা যা সুবিধা দেওয়া হয়, যোগ্য শিক্ষাকর্মীদেরও ঠিক তাই দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, অভিজ্ঞতার নিরিখে ৫ নম্বর বরাদ্দ করেছে এসএসসি। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা-সহ একাধিক বিষয়ের ক্ষেত্রেও এসএসসি নতুন করে নম্বর বিভাজন করেছে।

আরও পড়ুন: মুখাগ্নির আগেই বদলে গেল মৃতদেহ! আলিপুরদুয়ারে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা

নম্বর বিভাজন নিয়ে বড় SSC- র

স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, গ্রুপ-সি শিক্ষাকর্মী পদে নিয়োগের জন্য ৬০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে ওএমআরের মাধ্যমে। শিক্ষাগত যোগ্যতার স্কোর হিসাবে বরাদ্দ হতে চলেছে ১০ নম্বর। মৌখিক ইন্টারভিউয়ে ১০ নম্বর এবং কম্পিউটার টাইপিং ও বাড়তি কম্পিউটার জ্ঞানের জন্য থাকছে মোট ১৫ নম্বর। তাই সেই নিয়ে আপাতত স্বস্তিতে রয়েছে সকলের। অন্যদিকে পরীক্ষার ফি- নিয়েও বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অনলাইনে গ্রুপ-সি পদে জেনারেল, ওবিসি পদপ্রার্থীদের আবেদন ফি ধার্য করা হয়েছে ৪০০ টাকা। এবং তফসিলি প্রার্থীদের আবেদন ফি ১৫০ টাকা ধার্য করেছে এসএসসি।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join