অভিষেক নায়ার হতে পারেন প্রধান কোচ, KKR-র জন্য বড় খবর

Published:

Abhishek Nayar may appointed as a KKR New Head Coach
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চন্দ্রকান্ত পন্ডিতের দেখানো পথে হেঁটে গত IPL মরসুমটা একেবারেই ভাল যায়নি কলকাতা নাইট রাইডার্সের। তাই পন্ডিত জামানা শেষ হতেই নতুন কোচের (KKR New Head Coach) খোঁজ করতে শুরু করেছিল শাহরুখ খানের দল। এবার শোনা যাচ্ছে, পুরনো মুখকেই দলের হেড কোচ করতে পারে KKR ম্যানেজমেন্ট। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, 2026 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে KKR দলের প্রধান কোচ হিসেবে অভিষেক নায়ারের নাম এক প্রকার নিশ্চিত।

জল্পনাটা বেড়েছিল জাতীয় শিবিরে পদ হারানোর পরই

2024 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শাহরুখের দলের প্রধান কোচ ছিলেন গৌতম গম্ভীর। সেবার তাঁর কোচিংয়েই জয় পেয়েছিল KKR। আর তাঁর পরই জাতীয় দলের দায়িত্ব হাতে পান গম্ভীর। বলা বাহুল্য, 2024 সালে কলকাতা নাইট রাইডার্সে গম্ভীরের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন অভিষেক। পরে সাফল্য আসায় গম্ভীরের সাথেই জাতীয় শিবিরে চলে যান তিনি। তবে পরবর্তীতে হঠাৎ গম্ভীরের সহকারী হিসেবে পদ হারানোর পর শোনা গিয়েছিল, এবার হয়তো KKR এর প্রধান কোচ হবেন নায়ার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার গাভাস্কার ট্রফিতে ব্যর্থতার পরই চাকরি যায় অভিষেকের। এরপর আচমকা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মাঝপথে KKR শিবিরে পাড়ি জমান তিনি। তার পর থেকেই অনেকে ভেবে নিয়েছিলেন, KKR এ বড় দায়িত্ব পেতে পারেন নায়ার। কেউ কেউ তো ভেবেই নিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের পরবর্তী হেড কোচ করার জন্যই তাঁকে ডেকে পাঠানো হয়েছে। চন্দ্রকান্ত পন্ডিতের দল ছাড়ার পরই সেই জল্পনা আরও বাড়ে। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এবার সেই জল্পনাতেই কি সিলমোহর পড়তে চলেছে? উত্তর দেবে সময়।

অবশ্যই পড়ুন: বেড়েছে ২৮৬.৮৩২ বিলিয়ন ডলারের ঋণ, দারিদ্রতায় নতুন রেকর্ড কাঙাল পাকিস্তানের!

উল্লেখ্য, KKR শিবিরের তরুণ প্লেয়ারদের সাথে নায়ারের সম্পর্ক দুর্দান্ত। শোনা যায়, রিঙ্কু সিং থেকে শুরু করে অঙ্গকৃষ রঘুবংশী, হর্ষিত রানা এমনকি ভেঙ্কটেশ আইয়ারও তাঁকে খুব পছন্দ করেন। বলা হয়, একজন কোচ হিসেবে খেলোয়াড়দের মনোভাব বোঝার ক্ষমতা রয়েছে অভিষেকের। তাছাড়াও, অতি সম্প্রতি রোহিত শর্মার ফিটনেস ট্রেনিংয়ে তাঁকে সাহায্য করেছিলেন নায়ার। সবমিলিয়ে, নতুন মরসুমের আগে চেনা মানুষের হাতে যদি KKR দলের দায়িত্ব আসে, সেক্ষেত্রে আখেরে লাভ হবে শাহরুখ খানদেরই, এমনটাই মনে করছেন অভিজ্ঞ মহল।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join