সুদ থেকেই আয় হবে প্রায় আড়াই লাখ, বিনিয়োগ করুন পোস্ট অফিসের এই স্কিমে

Published:

Post Office Savings Scheme you can earn 2.46 lakh as a interest
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভবিষ্যতের জন্য সঞ্চয় এবং তা থেকে মোটা রিটার্ন পেতে বেশিরভাগ বিনিয়োগকারীর ভরসার জায়গা ভারতীয় পোস্ট অফিস। সরকারি প্রতিষ্ঠানটিতে এমন অনেক সঞ্চয় প্রকল্প রয়েছে যেখানে মাত্র একবার বিনিয়োগ করে মেয়াদ শেষ মোটা টাকা রিটার্ন পাওয়া যায়। সেগুলির মধ্যে অন্যতম একটি স্কিম সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (Post Office Savings Scheme)। মূলত প্রবীণ নাগরিকদের জন্য তৈরি এই বিশেষ সঞ্চয় স্কিমে বিনিয়োগ করে শুধুমাত্র সুদ থেকেই মাসে 20,500 টাকা আয় করতে পারবেন বিনিয়োগকারী। বছরে যা প্রায় আড়াই লাখ।

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম সম্পর্কে কিছু কথা

প্রথমেই বলে রাখি, পোস্ট অফিসের জনপ্রিয় স্কিমগুলির মধ্যে প্রথম সারিতে রয়েছে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমটি। মূলত অবসরের পর আর্থিক নিশ্চয়তা পেতে চাইলে এই স্কিম প্রবীণ নাগরিকদের জন্য সবচেয়ে সেরা বিকল্প। স্কিমটিতে সুদের হার 8.2 শতাংশ। সেই সাথে এই স্কিমে কর ছাড়েরও সুবিধা রয়েছে। শুধু তাই নয়, এই স্কিমে বিনিয়োগের উপর মাসিক আয়ের নিশ্চয়তাও রয়েছে। পাশাপাশি সরকারি ধারা 80C এর অধীনে দেড় লক্ষ টাকা পর্যন্ত আয় কর ছাড় পাওয়া যায়।

কারা বিনিয়োগ করতে পারবেন এই স্কিমে?

পোস্ট অফিসের অন্যতম জনপ্রিয় স্কিম, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে মূলত 60 বছর বা তার বেশি বয়সী যে কোনও ভারতীয় নাগরিক বিনিয়োগ করতে পারবেন। তবে বলে রাখি, 55 থেকে 60 বছর বয়সী ব্যক্তি যিনি সরকারি চাকরি থেকে VRS নিয়েছেন অথবা 50 থেকে 60 বছর বয়সী ব্যক্তি যারা মূলত প্রতিরক্ষা ক্ষেত্র অর্থাৎ তিন সেনায় কাজের পর অবসর নিয়েছেন তাঁরা এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন। অর্থাৎ প্রাক্তন সেনা কর্মীদের জন্য বয়সের ছাড় রয়েছে এই স্কিমে।

অবশ্যই পড়ুন: বালোচিস্তান নিয়ে মন্তব্যের জের! সালমান খানকে জঙ্গি তালিকায় ঢোকাল পাকিস্তান

কীভাবে প্রায় আড়াই লক্ষ টাকা আয় করা যাবে?

ইন্ডিয়া পোস্টের তথ্য অনুযায়ী, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম 8.2 শতাংশ সুদ দিয়ে থাকে। এবার বলি, একজন ব্যক্তি যদি এককালীন এই স্কিমে 30 লক্ষ টাকা বিনিয়োগ করে দেন, তবে তিনি 8.2 শতাংশ সুদের হারে এই বিনিয়োগ থেকে প্রতিমাসে 20,500 টাকা অর্থাৎ বার্ষিক 2,46,000 টাকা পেয়ে যাবেন। বলে রাখি, এই স্কিমে একবারে সর্বোচ্চ 5 বছরের জন্য বিনিয়োগ করা যায়। অন্যদিকে, একজন ব্যক্তি চাইলে সর্বনিম্ন 1,000 টাকা থেকে এই স্কিমে বিনিয়োগ শুরু করতে পারেন। আরও একটা কথা, যোগ্য যে কেউ এই স্কিমের অধীনে সিঙ্গেল বা জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join