বৃষ্টি কাঁটায় ভেস্তে যায় ভারত-বাংলাদেশ ম্যাচ, সেমির আগে চরম ক্ষতির মুখে টিম ইন্ডিয়া!

Published:

ICC Women's World Cup India Team is in tension regarding Pratika Rawal Injury
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত বনাম বাংলাদেশ মহিলা বিশ্বকাপের (ICC Women’s World Cup) নিয়মরক্ষার ম্যাচে বাগড়া হয় বৃষ্টি। তাতে শেষ পর্যন্ত ভেস্তে গেল খেলা। বৃষ্টি বিঘ্নিত ম্যাচ বাতিল হলেও ভারতের চিন্তা বাড়িয়েছে তারকা ক্রিকেটার প্রতিকা রাওয়ালের চোট। আপাতত যা খবর, ফিল্ডিং করতে গিয়ে পা মচকে যাওয়ায় সেমিফাইনালে অনিশ্চিত হয়ে পড়লেন ভারতীয় মহিলা ক্রিকেটার। এদিকে পয়েন্ট টেবিলও অপরিবর্তিত ভারতের অবস্থান।

সেমিফাইনালের আগে বড় ক্ষতি ভারতের?

রবিবারের বৃষ্টি বিঘ্নিত ম্যাচ, তাতে টস হেরে প্রথমে ব্যাট করতে আসে বাংলাদেশ। বারবার বৃষ্টির কারণে প্রথমে 43 এবং পরে 27 ওভারে নেমে আসে খেলা। সেই সূত্রে, 9 উইকেট হারিয়ে 117 রান তোলে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে এসে 8.4 ওভার চলাকালীন শূন্য উইকেটে 57 রান করে ভারত। তখনই ঝমঝমিয়ে নামে বৃষ্টি। বন্ধ হয়ে যায় খেলা। এরপর আর তা শুরু করা যায়নি। যদিও ততক্ষণে ভারতের যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে।

রবিবার, বাংলাদেশের ইনিংস চলাকালীন ফিল্ডিং করতে গিয়ে আচমকা পা মচকে যায় ভারতীয় মহিলা তারকা প্রতিকা রাওয়ালের। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তবে সূত্রের যা খবর, এই মুহূর্তে প্রতিকার অবস্থা যা তাতে সেমিফাইনালে খেলাটা তাঁর পক্ষে কঠিন হবে। যদিও এ প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও বিস্তারিত তথ্য দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে শেষ পর্যন্ত সেমিফাইনালে যদি প্রতিকাকে পাওয়া না যায়, তবে তা ভারতের জন্য যথেষ্ট সমস্যা হবে। কারণ শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন একজন ধুরন্ধর খেলোয়াড়কে না পাওয়া মানে, ভারতের জন্য তা বড় ক্ষতি।

অবশ্যই পড়ুন: আজ লাগু হতে পারে SIR! ২০০২ সালের ভোটার তালিকায় নাম আছে কিনা কীভাবে দেখবেন?

বাংলাদেশের ম্যাচ বাতিল হওয়ার পর পয়েন্ট টেবিলের অবস্থা

চলতি মহিলা বিশ্বকাপের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বিগত 7 ম্যাচে 6টিতে জেতা অস্ট্রেলিয়া। তাদের বর্তমান পয়েন্ট 13। অস্ট্রেলিয়ার পরই 7 ম্যাচে 5টিতে জয় এবং একটি পরাজয় নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। তাদের পয়েন্ট 11। এছাড়াও 7 ম্যাচের 5টি জয় এবং 2 টিতে পরাজয় নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। সবশেষে সেমিফাইনালে যোগ্যতা অর্জনকারী দল হিসেবে চতুর্থ স্থানে রয়েছে ভারত। 7 ম্যাচের 3টিতে জয়, 3টিতে পরাজয় এবং একটি ড্র নিয়ে তাদের পয়েন্ট 7। সেমিফাইনালে জায়গা না হলেও যথাক্রমে তালিকার পঞ্চম, ষষ্ঠম, সপ্তম এবং অষ্টম স্থানে রয়েছে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, বাংলাদেশ এবং পাকিস্তানের মহিলা দল।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join