সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি (Supreme Court CJI) নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্র সরকার। কারণ, আগামী ২৩ নভেম্বর বর্তমান সিজিআই বিআর গাভাই অবসর গ্রহণ করছেন। সেজন্যই পরবর্তী প্রধান বিচারপতি নির্বাচন প্রক্রিয়া গত এক মাস আগে থেকে শুরু হয়েছে। তবে এবারের সিজিআই পদে দৌড়ে রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র বিচারপতি সূর্য কান্ত (Justice Surya Kant)। হ্যাঁ, তিনিই হতে চলেছেন আগামীদিনের প্রধান বিচারপতি।
উল্লেখ্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারকদের নিয়োগ বদলি ও পদোন্নতি নিয়ন্ত্রণকারী নথিপত্রে স্পষ্ট উল্লেখ রয়েছে যে, ভারতের প্রধান বিচারপতি পদে সেই ব্যক্তিই মনোনীত হন, যিনি সংশ্লিষ্ট আদালতের সবথেকে সিনিয়র বিচারক। তবে এরপর কেন্দ্রীয় আইনমন্ত্রী তাঁর উত্তরসূরীর জন্য বর্তমান প্রধান বিচারপতির সুপারিশও চাইবেন। তারপরেই হবে চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া।
কে এই বিচারপতি সূর্য কান্ত?
জানিয়ে রাখি, বিচারপতি সূর্য কান্ত ১৯৬২ সালে ১০ ফেব্রুয়ারি হরিয়ানার এক মধ্যবিত্ত পরিবারের জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি সুপ্রিম কোর্টের সবথেকে সিনিয়র বিচারপতি হিসেবে কর্তব্য পালন করছেন। ১৯৮১ সালে হিসারের সরকারি পোস্ট গ্রাজুয়েট কলেজে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন। এরপর ১৯৮৪ সালে রোহতকের মহর্ষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয় থেকে LLB ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি একই বছর তিনি হিসার জেলার আদালতে আইন অনুশীলন করেন। পরে ১৯৮৫ সালে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে অনুশীলনের জন্য চন্ডীগড়ে যান।
Chief Justice of India (CJI) BR Gavai recommends to the Union Law Ministry the appointment of Justice Surya Kant as the next CJI.
CJI BR Gavai will retire on 23rd November. pic.twitter.com/w6Xv0RPAMO
— ANI (@ANI) October 27, 2025
রিপোর্ট অনুযায়ী, বিচারপতি সূর্য কান্ত সংবাদ, সাংবিধানিক পরিষেবা ও দেওয়ানি বিষয়ে মূলত বিশেষজ্ঞ। তিনি বেশ কয়েকটি ব্যাঙ্ক, কর্পোরেশন, বিশ্ববিদ্যালয় বোর্ড বা হাইকোর্টে প্রতিনিধিত্ব করেছেন। ২০০০ সালের ২৭ জুলাই তিনি হরিয়ানার সর্বকনিষ্ঠ অ্যাডভোকেট জেনারেল হিসেবেও নিযুক্ত হন এবং ২০০১ সালের মার্চ মাসে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে মনোনীত হয়েছিলেন।
আরও পড়ুনঃ ভবানীপুরে মমতাকে কে হারাবে? অঙ্ক কষে জানিয়ে দিলেন শুভেন্দু
হরিয়ানার অ্যাডভোকেট জেনারেল ছিলেন বিচারপতি সূর্য কান্ত
এদিকে ২০০৪ সালের ৯ জানুয়ারি পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের স্থায়ী বিচারক হিসেবে পদোন্নতি না পাওয়া পর্যন্ত বিচারপতি সূর্যকান্ত হরিয়ানার অ্যাডভোকেট জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এর পাশাপাশি ২০০৭ সালে ২৩ ফেব্রুয়ারি তিনি জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের গভর্নিং বডির সদস্য হিসেবে নিযুক্ত হয়েছিলেন। ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত সেই দায়িত্ব সামলেছিলেন। এরপর ২০১৮ সালের ৫ অক্টোবর তিনি হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন। আর পরবর্তীতে ২০১৯ সালের ২৪ মে তিনি সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে দায়িত্ব লাভ করেন। বলাবাহুল্য, আগামী ২০২৭ সালের ৯ ফেব্রুয়ারি তিনি অবসর গ্রহণ করবেন। তার আগেই প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হতে চলেছেন সুপ্রিম কোর্টের সবথেকে সিনিয়র বিচারপতি সূর্যকান্ত।












