বেলডাঙায় তৈরি হবে বাবরি মসজিদ, সৌদি আরব থেকে আসবেন ইমাম! জানালেন হুমায়ুন কবীর

Published:

Murshidabad
Follow

প্রীতি পোদ্দার, বেলডাঙ্গা: অযোধ্যার ‘বাবরি মসজিদ’ নিয়ে রাজনীতিতে বিতর্ক বহুদিনের। যদিও বর্তমানে সুপ্রিম কোর্টের নির্দেশে ওই জায়গায় তৈরি হয়েছে রামলালার মন্দির। কিন্তু মন্দির নির্মাণ হলেও বিতর্ক এখনও পিছু ছাড়ছে না। এমতাবস্থায় বাংলাতেই বাবরির আদলে মসজিদ তৈরি করার কথা আগেই ঘোষণা করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। আর সেটি নির্মাণ হবে মুর্শিদাবাদের (Murshidabad) বেলডাঙায়। জানালেন, বেলডাঙায় ওই বাবরি মসজিদের শিলান্যাসের জন্য সৌদি আরব থেকে নাকি ইমাম আসবেন।

বাবরি মসজিদ নির্মাণ নিয়ে বড় সিদ্ধান্ত

বিগত বেশ কয়েক মাস ধরে শাসকদল তৃণমূল কংগ্রেসে গোষ্ঠীদ্বন্দ্বের বিতর্ক দেখা গিয়েছে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে ঘিরে। তাঁর একের পর এক মন্তব্যে অস্বস্তিতে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। যদিও এই নিয়ে তেমন কোনও গুরুত্ব দিতে চান না ভরতপুরের বিধায়ক হুমায়ুন। তবে এবার নিজের দলের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করার পাশাপাশি বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণ নিয়েও বেশ ব্যস্ততা দেখা গিয়েছে বিধায়কের। হুমায়ুন কবীর এদিন জানান, “চলতি বছরের ৬ ডিসেম্বর বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস হবে। আর এক্ষেত্রে রাজ্যের বিভিন্ন জেলা থেকে মানুষজন সাহায্য করছেন। এমনকি, জম্মু-কাশ্মীরের মানুষও সাহায্যের কথা বলেছেন।”

কী বলছেন হুমায়ূন কবীর?

মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস নিয়েও বড় পরিকল্পনা করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। তিনি বলেন, “সৌদি আরব থেকে মসজিদের ইমাম নাকি কলকাতা বিমানবন্দরে নামবেন। আর সেখান থেকে হেলিকপ্টারে বেলডাঙা পৌঁছবেন। তাই বেলডাঙায় এবার অস্থায়ী হেলিপ্যাড তৈরি করতে হবে।” তাই এইমুহুর্তে বেশ ব্যস্ত তিনি। এদিকে বাবরি মসজিদ তৈরির জমি দেখা নিয়েও বিধায়ক মন্তব্য করলেন। তিনি বলেন, “প্রস্তাবিত মসজিদের জমি দেখলাম। ওই এলাকায় আরও ১৪ বিঘা জমি নেওয়ার পরিকল্পনা আছে। সেখানে হাসপাতাল ও মুসাফিরখানা অর্থাৎ অতিথি নিবাস তৈরি হবে।”

আরও পড়ুন: ভবানীপুরে মমতাকে কে হারাবে? অঙ্ক কষে জানিয়ে দিলেন শুভেন্দু

প্রসঙ্গত, বাবরি মসজিদ নির্মাণ করার প্রসঙ্গের পাশাপাশি দলের মধ্যে তাঁর বিতর্কিত মন্তব্য নিয়েও কথা বলেন হুমায়ুন কবীর। শাসকদলকে কিছুটা স্বস্তি দিয়ে তিনি জানালেন যে, আপাতত কয়েকদিন কোনও মন্তব্য তিনি করবেন না। ২ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত দার্জিলিংয়ে সরকারি সফরে যাচ্ছেন। এদিকে মসজিদ নির্মাণ নিয়ে বেলডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘের অধ্যক্ষ স্বামী প্রদীপ্তানন্দ বলেছেন, “যত মন্দির-মসজিদ হবে, তত ভাল।” তবে মুর্শিদাবাদের জেলাশাসক রাজর্ষি মিত্রের বক্তব্য, “ভবন তৈরির পরিকল্পনা জমা পড়ুক। তার পরে প্রশাসন যা করার করবে।”

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join