সৌভিক মুখার্জী, কলকাতা: ছটপুজো ভারতের অন্যতম এক প্রাচীন উৎসব। এটি মূলত প্রতিবছর কার্তিক মাসে অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খন্ড, উত্তরপ্রদেশ থেকে শুরু করে বেশ কয়েকটি রাজ্যে চারদিনের এই উৎসবে সূর্য দেবতাকে ভক্তিভরে পূজা করা হয়। এমনকি ছটপুজো শুধুমাত্র কোনও উৎসব নয়, বরং বিশ্বাস ও আধ্যাত্মিক মেলবন্ধনের প্রতীক। তবে এই ছটপুজোর দিন প্রিয়জনকে এমন কিছু শুভেচ্ছাবার্তা (Happy Chhath Puja Wishes) জানাতে পারেন, যেগুলি শুনলে সে খুশিতে আত্মহারা হয়ে উঠবে। আজকের প্রতিবেদনে এমনই কিছু শুভেচ্ছাবার্তা তুলে ধরা হল।
ছটপুজোতে প্রিয়জনকে এভাবে জানান শুভেচ্ছাবার্তা
১) ছটপুজো দিন সূর্যদেব যেন আপনার এবং আপনার প্রিয়জনকে সুখ, সমৃদ্ধি এবং আশীর্বাদ দান করে!
২) ছটপুজোর এই শুভ দিনটিতে আপনার সমস্ত ইচ্ছা এবং হৃদয়ের আকাঙ্ক্ষা পূরণ হোক।
৩) আপনাকে এবং আপনার গোটা পরিবারকে ছটপুজোর শুভেচ্ছা রইল। চলুন আমরা প্রার্থনা করি, যেন সূর্যদেব আমাদের সকলকে আজ মঙ্গল দান করে।
৪) আজকের এই দিনটিতে যেন আপনার ইচ্ছাগুলি সব পূরণ হয়। সূর্যদেবের আশীর্বাদে অর্থের ভান্ডার ভরে উঠুক। শুভ ছটপুজো।
৫) ছটপুজোর এই বিশেষ দিনে আপনার সৌভাগ্য ও সাফল্যের শুভ সূচনা হোক। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন।
৬) শুভ ছটপুজোর প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আপনার এবং আপনার পরিবারকে অসংখ্য ভালোবাসা ও প্রণাম।
৭) সূর্যদেব আপনাকে এবং আপনার গোটা পরিবারকে সুখ-সমৃদ্ধি ও সুস্বাস্থ্য দান করুক। ২০২৫ সালের এই ছটপুজো সত্যিই যেন খুব ভালো কাটে!
৮) সূর্যদেবের ঐশ্বরিক আশীর্বাদ যেন আপনার জীবন থেকে সমস্ত নেতিবাচকতা দূর করে দেয় এবং আপনি অসীম ক্ষমতায় ভরে উঠুন।
৯) ছটপুজোয় যেন আপনার ঘর ভালোবাসা, বিশ্বাস আর ঐশ্বরিক কৃপায় আশীর্বাদ বর্ষণ করে! শুভ ছটপুজো।
১০) সূর্যদেবের ঐশ্বরিক শক্তি আপনার জীবনকে আলোকিত করে তুলুক। সাফল্যের দিকে ধাবিত হন আপনি। শুভ ছটপুজো। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন।
১১) বিশ্বাস, পবিত্রতা আর ভক্তি, এগুলোই ছটপুজোর আসল নিবেদন। আপনাদের সকলের জন্য রইল অফুরন্ত আশীর্বাদ।
১২) সূর্যদেব আপনার জীবনে উজ্জ্বল আলো প্রদান করুক। অফুরন্ত আনন্দ বয়ে আনুক। শুভ ছটপুজো।
১৩) শক্তি, শান্তি এবং সমৃদ্ধির ঐশ্বরিক ক্ষমতা প্রদান করুক সূর্যদেব। ২০২৫ সালের ছটপুজোর শুভেচ্ছা রইল।
১৪) ভালোবাসা এবং ভক্তির সাথে এই ছটপুজোর বিশেষ দিনটিতে উৎসবের আনন্দে মেতে থাকুন। পরিবার এবং প্রিয়জনদের নিয়ে সুখে থাকুন। শুভ ছটপুজো।
১৫) আপনার জীবন ছটপুজোর এই রাতে প্রদীপের মতো উজ্জ্বল হয়ে উঠুক। সমস্ত মনস্কামনা পূর্ণ হোক। শুভ ছটপুজো।
১৬) প্রতিটি সূর্যোদয় যেন আমাদের মনে করিয়ে দেয় সর্বদা অন্ধকারের পরই জয়লাভ হয়। শুভ ছটপুজো।
১৭) ছটপুজো শুধুমাত্র কোনও উৎসব নয়, বরং এটি পৃথিবীতে জীবন টিকিয়ে রাখারও উদযাপন। শুভ ছটপুজো।
১৮) চলুন, আমরা সকলেই অস্তগামী ও উদীয়মান সূর্যের কাছে প্রার্থনা করি, যেন আমাদের জীবনে শান্তি ও সাফল্য ফিরে আসে। শুভ ছটপুজোর শুভেচ্ছা রইল।
আরও পড়ুনঃ অবসর নেবেন গাভাই! কে এই বিচারপতি সূর্য কান্ত যিনি হবেন সুপ্রিম কোর্টের পরবর্তী চিফ জাস্টিস?
১৯) এই উৎসবের দিনটিতে জল ছাড়াই দীর্ঘ উপবাস এবং জলাশয়ে দাঁড়িয়ে উদীয়মান ও অস্তগামী সূর্য উষা ও প্রত্যুষাকে উৎসর্গ করুন। শুভ ছটপুজো।
২০) ছটপুজোর এই বিশেষ দিনটি আপনার জীবনে অফুরন্ত আনন্দ এবং সমৃদ্ধি বয়ে আনুক। উৎসবের শুভকামনা রইল।












