খেলা চলাকালীন ফিল্মি কায়দায় এন্ট্রি দুষ্কৃতীদের! ক্রিকেটারকে অপহরণ, ভয়ঙ্কর কাণ্ড রাজস্থানে

Published:

Viral Video 4 unknown Misdemeanor kidnapped a cricketer
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন দাপাদাপি দুষ্কৃতীদের। মাঝের মাঝেই একজন ক্রিকেটারকে অপহরণ করেও নিয়ে যাওয়া হয়েছে বলেই খবর। ঘটনাটি ঘটেছে রাজস্থানের জলোর জেলায়। জানা গিয়েছে, জলোরের চিতালওয়া এলাকার সাংদওয়া গ্রামের একটি মাঠে সম্প্রতি নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছিলেন স্থানীয়রা। সেই মতোই গড়িয়েছিল ম্যাচ। এমতাবস্থায়, মাঠের মধ্যে একটি বোলেরো গাড়ি নিয়ে ঢুকে নিয়ে ঢুকে পড়ে চারজন দুষ্কৃতি। একেবারে ফিল্মি কায়দায় এন্ট্রির পরই গোটা মাঠে ফোর হুইলারটি নিয়ে চক্কর খেতে থাকেন তারা। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন প্লেয়াররা। অভিযোগ, একজন খেলোয়াড়কে হাতের নাগালে পেয়ে তাকে তুলে নিয়ে যায় ওই চার দুষ্কৃতি। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকাজুড়ে।

ক্রিকেটারকে গাড়িতে তুলে মারধর দুষ্কৃতিদের

স্থানীয় সূত্রে খবর, ম্যাচের মাঝে আচমকা, দুষ্কৃতিদের দাপাদাপি দেখে আতঙ্কিত হয়ে পড়েন ক্রিকেটাররা। দর্শকদের মধ্যেও হুলুস্থুল বেঁধে যায়। প্রাণ বাঁচাতে যে যেদিকে পারেন ছুটতে থাকেন। প্রত্যক্ষদর্শী ক্রিকেটারদের অভিযোগ, দুষ্কৃতিরা তাদের একজন সতীর্থকে গাড়িতে তুলে নিয়ে বেধড়ক মারধর করতে শুরু করেন। পরবর্তীতে তাঁকে নিয়েই চম্পট দেন তারা। ইতিমধ্যেই সেই ঘটনার দৃশ্য ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, ম্যাচের মাঝে হঠাৎ মাঠে ঢুকে পড়েছে একটি সাদা রঙা বলেরো। মাঠের মাঝেই বেলাগাম গাড়ির ড্রাইভার। ভিডিওটি দেখায়, সিনেমার পর্দায় দেখানো হিরোদের মতোই এন্ট্রি নেওয়ার পর ওই চার দুষ্কৃতী গাড়িটি নিয়ে মাঠে বেশ কয়েকবার চক্কর দেয়। যার জেরে একেবারে হুলুস্থুল পড়ে যায়, ক্রিকেটার থেকে শুরু করে দর্শকদের মধ্যে। এরই মাঝে এক ক্রিকেটারকে গাড়িতে তুলে চম্পট দেন তারা।

 

অবশ্যই পড়ুন: টি-টোয়েন্টি সিরিজের আগেই ভারতীয় বংশোদ্ভূত ট্যাক্সি চালকের ছেলেকে দলে নিল অস্ট্রেলিয়া

চার অভিযুক্তের বিরুদ্ধে রুজু হয়েছে মামলা

খোঁজ নিয়ে জানা গেল, টুর্নামেন্ট চলাকালীন এক ক্রিকেটারকে অপহরণকারী চার দুষ্কৃতির বিরুদ্ধে স্থানীয় পুলিশ ষ্টেশনে ইতিমধ্যেই রুজ হয়েছে মামলা। মূলত প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। রাজস্থান পুলিশের তরফে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব অভিযুক্তদের চিহ্নিত করে তাদের কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হবে। এদিকে, ক্রিকেট ম্যাচের মাঝে এমন অস্বস্তিকর ঘটনায় ফের প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা। যদিও গ্রামবাসীদের একটা বড় অংশের দাবি, অধিক রাতে ম্যাচ হওয়ার কারণে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছিল পুলিশ। এদিকে, দুষ্কৃতদের হাতে অপহৃত যুবক এখন কেমন রয়েছেন সেই খবর মেলেনি।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join