দেশের ৮০০০ স্কুলে নেই কোনও পড়ুয়া, শীর্ষে পশ্চিমবঙ্গ! দেখুন তালিকা

Published:

Zero Enrolment School
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: কখনও কখনও দেশের শিক্ষা ব্যবস্থার এমন সব চিত্র সামনে আসে যা সত্যিই অবাক করে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সাম্প্রতিক কেন্দ্রের শিক্ষা দফতরের রিপোর্টে এমনই চমক দেওয়া তথ্য সামনে এসেছে। জানা যাচ্ছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গোটা দেশে ৮ হাজার স্কুলে একটাও ছাত্রছাত্রী ভর্তি (Zero Enrolment Schools) হয়নি। অর্থাৎ, এই স্কুলগুলোতে কোনও শিক্ষার্থী নেই, অথচ সেখানে ২০ হাজার শিক্ষক চাকরি করছেন। আর সবথেকে বড় ব্যাপার, এই তালিকায় শীর্ষস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ, তারপর তেলেঙ্গানা।

দেশের স্কুলগুলির বাস্তব ছবি কী বলছে?

শিক্ষামন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে মোট ৭৯৯৩টি স্কুলে এখনও পর্যন্ত কোনও পড়ুয়া ভর্তি হয়নি। যদিও এই সংখ্যা গত বছরের তুলনায় কিছুটা কম। কারণ, ২০২৩ শিক্ষাবর্ষে এই সংখ্যা ছিল ১২,৯৫৪টি। অর্থাৎ, এক বছরে ৫ হাজারের বেশি স্কুলে ভর্তি না হওয়ার সমস্যা সমাধান হয়েছে। তবে অবাক করার বিষয়, শিক্ষার্থী না থাকা স্কুলগুলিতে মোট ২০,৮১৭ জন শিক্ষক কর্মরত। এমনকি শুধুমাত্র পশ্চিমবঙ্গেই ১৭,৯৬৫ জন শিক্ষক এরকম স্কুলে কাজ করছে, যেখানে কোনওরকম ছাত্র-ছাত্রী নেই।

পরিসংখ্যান কী বলছে?

রিপোর্ট অনুযায়ী—

  • পশ্চিমবঙ্গে এমন ৩৮১২টি স্কুল রয়েছে যেখানে কোনও ছাত্রছাত্রী নেই।
  • তেলেঙ্গানায় এমন ২২৪৫টি স্কুল রয়েছে যেখানে কোনও ছাত্রছাত্রী নেই।
  • মধ্যপ্রদেশে এরকম স্কুলের সংখ্যা ৪৬৩টি।
  • যোগীরাজ্য অর্থাৎ উত্তরপ্রদেশে এরকম স্কুলের সংখ্যা মাত্র ৮১টি।

তবে সবথেকে বড় ব্যাপার, হরিয়ানা, মহারাষ্ট্র, গোয়া, অসম, হিমাচল প্রদেশ, ছত্তিশগড়, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা রাজ্যগুলির এই তালিকায় কোনও স্থান নেই। কারণ, এই রাজ্যগুলির প্রত্যেকটি স্কুলেই ছাত্র-ছাত্রী পড়াশোনা করে।

আরও পড়ুনঃ ১৯৯ টাকা দিয়ে রেজিস্ট্রেশন! কলকাতায় একদিন সাইকেল চালিয়েই জিততে পারবেন ৩০ হাজার

এদিকে শিক্ষামন্ত্রকের রিপোর্টে আরও ভয়ানক তথ্যে উঠে এসেছে। জানা যাচ্ছে, দেশে এখনও পর্যন্ত ১ লক্ষেরও বেশি স্কুলে মাত্র একজন করে শিক্ষক রয়েছে। ২০২৩-২৪ সালে এই সংখ্যা ছিল ১,১০,৯৭১টি যা আগের বছরের ১,১৮,১৯০টির তুলনায় প্রায় ৬% কম। এদিকে একজন শিক্ষক থাকা স্কুলের তালিকায় প্রথমে রয়েছে অন্ধ্রপ্রদেশ। তারপর উত্তরপ্রদেশ, ঝাড়খন্ড, মহারাষ্ট্র, কর্ণাটক এবং লাক্ষাদ্বীপ। তবে ছাত্রছাত্রীর সংখ্যার বিচারে উত্তরপ্রদেশ বর্তমানে শীর্ষস্থানে অবস্থান করছে। তারপরেই রয়েছে ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ ও মধ্যপ্রদেশ।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join