১০ DM সহ ৬৪ জনের বদলি! SIR লাগুর জল্পনার মাঝেই বিরাট পদক্ষেপ নবান্নর

Published:

Nabanna
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: উৎসব মিটতেই রাজ্যে SIR নিয়ে ব্যাপক তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে পরের মাস থেকেই শুরু হবে SIR সমীক্ষা। সেই কারণে আজ অর্থাৎ সোমবার বিকেল ৪টে ১৫ মিনিটে দিল্লির নির্বাচন কমিশনের দপ্তরে গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেই সম্মেলনে আশঙ্কা করা হচ্ছে যে আজই বাংলায় স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা SIR-এর দিনক্ষণ ঘোষণা করা হতে পারে। এমতাবস্থায় তড়িঘড়ি রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন (Nabanna)। সরিয়ে দেওয়া হল একাধিক জেলার জেলাশাসককে।

১০ জন জেলা শাসকের বদলি নবান্নর

নবান্ন সূত্রের খবর, মোট ১০ জন জেলাশাসককে এইমুহুর্তে বদল করা হয়েছে। অতিরিক্ত জেলাশাসক ২২ জন এবং মহকুমা শাসক ১৫ জনকেও বদল করা হয়েছে। বদলির তালিকায় রয়েছেন অফিসার অন স্পেশ্যাল ডিউটির ১০ জন আধিকারিকও। যে জেলাগুলোর জেলাশাসকদের রদবদল করা হয়েছে সেগুলি হল দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, কোচবিহার, মুর্শিদাবাদ, পুরুলিয়া, দার্জিলিং, মালদহ, বীরভূম জেলা। বেশিরভাগই আইএএস অফিসার। এই বদলিটা SIR ঘোষণা করার আগে রাজ্য সরকার তড়িঘড়ি করে নিয়েছে। তার কারণ যে সমস্ত অফিসারেরা, তিন বছরের বেশি, বিভিন্ন পদে রয়েছে, সেই সমস্ত পদে বদলি করা দরকার, নাহলে ইলেকশন কমিশন তাদের সরিয়ে দেয়। তাই সব মিলিয়ে রাজ্যে ৬৪ জন IAS-এর বদলি করা হয়েছে।

Nabanna

কে কোন জেলায় বদলি হল?

নবান্নের পাওয়া তথ্য অনুযায়ী সব মিলিয়ে রাজ্যে মোট ৬৪ জন IAS-এর বদলি করা হয়েছে। সঙ্গে ৫ জন ডব্লুবিসিএস অফিসারকেও বদলি করা হয়েছে। এদিকে, কলকাতা পুরসভার পুর কমিশনার পদেও বদল ঘটাল নবান্ন। এতদিন এই দায়িত্বে ছিলেন ধবল জৈন। এখন তাঁকে বীরভূমের জেলাশাসক পদে বদলি করা হয়েছে। এবং কলকাতা পুরসভার পুর কমিশনার পদের দায়িত্ব পেলেন সুমিত গুপ্তা। যিনি আগে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক পদে ছিলেন। আবার উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরদ কুমার দ্বিবেদীকে বদলি করা হয়েছে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব পদে। এবং দক্ষিণ ২৪ পরগণার নতুন জেলাশাসক হচ্ছেন এ কে মিনা।

Nabanna

আরও পড়ুন: বেলডাঙায় তৈরি হবে বাবরি মসজিদ, সৌদি আরব থেকে আসবেন ইমাম! জানালেন হুমায়ুন কবীর

দার্জিলিং এবং কোচবিহারের দায়িত্ব পেল কে?

এছাড়াও উত্তর ২৪ পরগনার সীমান্ত লাগোয়া অঞ্চলে নতুন জেলাশাসক হচ্ছেন শশাঙ্ক শেঠি। মুর্শিদাবাদের জেলাশাসক রাজর্ষি মিত্রকে হিডকোর নতুন ম্যানেজিং ডিরেক্টর পদ দেওয়া হয়েছে। অন্যদিকে, মালদহের নতুন জেলাশাসক হলেন প্রীতি গোয়েল। তিনি এর আগে দার্জিলিংয়ের জেলাশাসক পদে ছিলেন ২০১৩ সালের ব্যাচের এই আইএএস অফিসার। পাশাপাশি পূর্ব মেদিনীপুরে নতুন জেলাশাসক হয়েছেন ইউ আর ইসমাইল। কোচবিহারের জেলাশাসক হলেন রাজু মিশ্র, ঝাড়গ্রামের জেলাশাসক আকাঙ্খা ভাস্কর এবং পুরুলিয়ার জেলাশাসক হলেন কোন্থম সুধীর।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join