বিক্রম ব্যানার্জী, কলকাতা: হাড় কাঁপানো ঘটনার সাক্ষী থাকলো উত্তর প্রদেশ (Uttar Pradesh Crime)। এক যুবক তাঁর বোনেদের উপর হওয়া অত্যাচার সহ্য করতে না পেরে নিজের জন্মদাতা বাবাকে খুন করেছে। ঘটনাস্থল, মথুরার কোসি কালান অঞ্চল। মৃত বছর 55 র ওই ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন নিজের মেয়েদের ধর্ষণ করার অভিযোগ রয়েছে। আর সেটা জানার পরই নিজের কাকার ছেলের সাথে হাত মিলিয়ে বাবাকে প্রাণে মেরে ফেলেন অভিযুক্ত যুবক।
প্রথমে ছুরি দিয়ে আঘাত, পরে গুলি করে খুন
NDTV-র প্রতিবেদন অনুযায়ী, রামলাল নামক ওই মৃত ব্যক্তি তাঁর পরিবার নিয়ে ইসলামপুর রোডে নিজের বাড়িতে বসবাস করতেন। স্থানীয় সূত্রে খবর, প্রায় প্রতিরাতেই নেশা করে এসে মেয়েদের উপর অমানবিক অত্যাচার চালাতেন তিনি। অভিযোগ, দীর্ঘদিন ধরে মেয়েদের ঘরে আটকে রেখে তাঁদের শারীরিক শোষণ এমনকি ধর্ষণ করার অভিযোগ রয়েছে রামলালের বিরুদ্ধে। সেই ঘটনা কোনও ভাবে জেনে যান তাঁর ছেলে মোহিত। এরপরই, রবিবার দুপুরে কাকাতো ভাই অমিতের সাথে হাত মিলিয়ে প্রথমে ছুরি এবং পরে গুলি করে বাবাকে হত্যা করেন ওই যুবক। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে।
মৃত ব্যক্তির নামে রয়েছে একাধিক কুখ্যাত রেকর্ড
বেশ কয়েকটি সূত্র বলছে, নিহত রামলাল সহ তার গোটা পরিবার আসলে রাজস্থানের বাসিন্দা। জানা যায়, নিহত ব্যক্তি বেঁচে থাকাকালীন বেশ কয়েকটি অপরাধের জন্য হাজতবাস করেছেন। পুলিশের রেকর্ড অনুযায়ী, 2008 সালে এই রামলাল নিজের গর্ভধারিণী মাকে হত্যা করেন। এরপর 2014 সাল নাগাদ নিজের স্ত্রী এবং দুই বছর বয়সী মেয়েকে প্রাণে মেরে ফেলেন তিনি। পরবর্তীতে জেল থেকে মুক্তি পাওয়ার পর ওই ব্যক্তি তাঁর দুই মেয়েকে নিয়ে উত্তরপ্রদেশের মথুরার কোসি কালানে বসবাস করতে শুরু করেন।
অবশ্যই পড়ুন: পলাতক জাকির নায়েকের বাংলাদেশ সফর, জামাই আদার করবে ইউনূস সরকার
প্রসঙ্গত, রামলালের মৃত্যুর পরই স্থানীয়রা খবর দেন পুলিশে। পরবর্তীতে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন উর্দিধারীরা। সেখান থেকে দ্রুত রামলালের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এছাড়াও ঘটনাস্থল থেকে একটি পিস্তল এবং একটি ছুরি উদ্ধার করে পুলিশ। তবে অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করা হয়েছে কিনা সেই খবর এখনও অধরা।












