ঘূর্ণিঝড়ের জেরে উথালপাথাল হবে দক্ষিণবঙ্গ, দিঘায় তুমুল সতর্কতা! আজকের আবহাওয়া

Published:

Weather today
Follow

সহেলি মিত্র, কলকাতা: ঘূর্ণিঝড় ‘মান্থা’-র ভয়ে কাঁটা সকলে। একাধিক জায়গায় জারি করা হয়েছে সতর্কতা। যদিও লাল সর্তকতা জারি করা হয়েছে অন্ধ্রপ্রদেশ উপকূলে। উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। বাদ যায়নি বাংলার দিঘার সমুদ্রও। ইতিমধ্যে গভীর সমুদ্রে যাওয়ার ওপর মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সতর্কতা জারি করা হয়েছে পর্যটকদের ক্ষেত্রেও। একে তো অক্টোবর মাসের শেষ হয়ে গেল শীতের দেখা নেই,  উল্টে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে বাংলার বেশিরভাগ জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফের জারি করা বুলেটিন (Weather Today) অনুযায়ী আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আপনারা যদি আজ বাড়ি থেকে বেরোনোর  পরিকল্পনা হয়ে থাকে তাহলে ছাতা সঙ্গে রাখতে ভুলবেন না।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় বা রাতে কাকিনাড়ার কাছে মছলিপত্তনম এবং কলিঙ্গপত্তনমের মধ্যে এটি অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। হাওয়ার গতিবেগ ৯০-১০০ কিলোমিটার প্রতি ঘণ্টায় থাকবে এবং ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টায় থাকবে বলে জানা গেছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, আজ মঙ্গলবার ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়া জেলায়। যদিও আংশিক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। বৃষ্টি হবে কলকাতা এবং হুগলি জেলাতেও।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, এদিন মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলায়।

আগামীকালের আবহাওয়া

হাওয়া অফিসে তরফে জানানো হয়েছে আপাতত দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টিপাত চলবে। বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কথা বললে এদিন মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলায় বৃষ্টির মাত্রা বাড়বে।

যদিও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের খেলা শুরু হবে ৩০ অক্টোবর থেকে। এদিন ভারী বৃষ্টিপাতের ভ্রুকুটি রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদা এবং উত্তর দিনাজপুর জেলায়। এরপর মাসের শেষ দিন অর্থাৎ ৩১ শে অক্টোবর ভারী বৃষ্টিপাতের জন্য আবার কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়াও বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও।

কলকাতা ও হলদিয়া বন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত এবং সাগর দ্বীপে ৫ নম্বর বিভাগীয় সংকেত জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ উপকূল বরাবর এবং এর বাইরে, ২৮ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত, উত্তাল থেকে অত্যন্ত উত্তাল সমুদ্র পরিস্থিতির সাথে, ৩৫-৪৫ কিলোমিটার প্রতি ঘন্টা থেকে ৫৫ কিলোমিটার বেগে হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join