একবার ২ লক্ষ টাকা বিনিয়োগে প্রতিমাসে মিলবে ১৬ হাজার টাকা! নতুন স্কিম LIC-র

Published:

LIC Amrit Bal Plan
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনিও কি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছেন? ভাবছেন কোথাও বিনিয়োগ করতে পারলে ভালো হয়, কিন্তু সঠিক রাস্তা খুঁজে পাচ্ছেন না? তাহলে আপনার জন্য রইল দারুণ খুশির খবর। সম্প্রতি এলআইসি শিশুদের জন্য চালু করেছে অমৃত বাল স্কিম (LIC Amrit Bal Plan), যেখানে বিনিয়োগ করলেই আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে না। হ্যাঁ, সন্তানের পড়াশোনার খরচ থেকে শুরু করে বিবাহ কিংবা অন্যান্য যে কোনও প্রয়োজনে এই স্কিম হতে পারে একেবারে সোনায় সোহাগা। তবে কীভাবে বিনিয়োগ করবেন, কী কী শর্ত রয়েছে এই স্কিমের, সবটা জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

কী এই এলআইসি অমৃত বাল স্কিম?

প্রথমেই জানিয়ে রাখি, এলআইসি অমৃত বাল স্কিম একটি নন লিঙ্কড জীবন বিমা পলিসি। এটি মূলত শিশুদের ভবিষ্যতের কথা ভেবেই তৈরি করা হয়েছে। আর এই স্কিমের আওতায় বাবা-মা তাদের সন্তানের শিক্ষা কিংবা ভবিষ্যতের অন্যান্য প্রয়োজনের কথা মাথায় রেখে নিরাপদে বিনিয়োগ করতে পারে। তবে এই স্কিমে আবেদন করতে গেলে অবশ্যই সন্তানের বয়স হতে হয় ন্যূনতম ৩০ দিন থেকে সর্বোচ্চ ১৩ বছর। আর মেয়াদপূর্তির সময়কালে বয়স হতে হয় মোটামুটি ১৮ বছর থেকে ২৫ বছর।

বলাবাহুল্য, এলআইসি অমৃত বাল স্কিমটি অন্যান্য স্কিমের থেকে সত্যিই আলাদা। কারণ , এই স্কিমে যুক্ত হওয়ার পর পলিসির মেয়াদের প্রতি বছর শেষে মূল বীমাকৃত টাকার উপর প্রতি হাজারে ৮০ টাকা করে দেওয়া হয়। আর এই সুবিধা পাওয়ার জন্য পলিসিটিকে চালু থাকতে হবে। মোদ্দা কথা, পলিসি ধারকের সন্তানের বয়স শুরুর সময় ৮ বছরের কম যদি হয়, তাহলে পলিসি শুরুর তারিখ থেকে দুই বছর বা তারপর থেকে টাকা জমতে শুরু করে। ফলে শিশুদের ভবিষ্যতের ক্ষেত্রে এটি হতে পারে এক্কেবারে সেরা বিকল্প।

বিনিয়োগের শর্ত কী রয়েছে?

এই পলিসির জন্য সর্বনিম্ন বিমাকৃত অর্থ ২ লক্ষ টাকা। তবে কোনও বিনিয়োগের ঊর্ধ্বসীমা নেই। যত খুশি বিনিয়োগ করতে পারবেন। এমনকি এই স্কিমে বিনিয়োগ করলে কেনাকাটাতেও ছাড়া পেতে পারেন। পাশাপাশি পলিসির প্রিমিয়াম আপনি মাসিক, ত্রৈমাসিক, অর্ধ বার্ষিক বা বার্ষিক, আপনি যে কোনও ভাবেই প্রদান করতে পারবেন।

আরও পড়ুনঃ মধ্যবিত্তদের সুখবর শুনিয়ে অনেকটাই কমল সোনা, রুপোর দাম! আজকের রেট

কীভাবে আবেদন করবেন?

যারা এলআইসির এই পলিসি কিনতে চান তাদের জন্য অনলাইন বা অফলাইন উভয় পদ্ধতি রয়েছে। অফলাইনে আবেদন করার জন্য কোনও নিকটবর্তী এলআইসি এজেন্ট কিংবা এলআইসি অফিসে গিয়ে এই পলিসি কিনতে পারবেন। আর যদি অনলাইনে আবেদন করেন, তাহলে এলআইসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি এই পলিসি কিনে নিতে পারবেন।

তাই যদি আপনি আপনার সন্তানের ভবিষ্যতের কথা ভেবে থাকেন এবং তার ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান, তাহলে আজই এলআইসির এই অমৃত বাল পলিসিতে বিনিয়োগ করুন এবং চিন্তামুক্ত থাকুন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join