কলকাতায় একাধিক ভুয়ো বিশ্ববিদ্যালয়ের হদিশ! নাম সহ তালিকা প্রকাশ করল UGC

Published:

UGC Fake University
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ আপনার সন্তানও কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছে? তাহলে আজকের এই আর্টিকেলটি রইল আপনার আর আপনার সন্তানের জন্য। এবার সামনে এল বহু ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা (UGC Fake University)। আর এই তালিকা সামনে এনে সকলকে চমকে দিয়েছে UGC। সবথেকে বড় কথা, এই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের দুটি প্রতিষ্ঠানের নামও। চলুন জেনে নেবেন বিশদে।

২২টি শিক্ষা প্রতিষ্ঠানকে ভুয়ো বলে ঘোষণা করল UGC

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) রাজ্যভিত্তিক বহু ভুয়ো বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ২২টি প্রতিষ্ঠানকে ভুয়ো বলে ঘোষণা করেছে, যেগুলো যথাযথ স্বীকৃতি ছাড়াই পরিচালিত হচ্ছিল। এই প্রতিষ্ঠানগুলি দীর্ঘদিন ধরে নিজেদেরকে বৈধ বিশ্ববিদ্যালয় হিসেবে মিথ্যাভাবে উপস্থাপন করছিল সকলের সামনে।

এই প্রতিষ্ঠানগুলি ১৯৫৬ সালের ইউজিসি আইনের অধীনে ডিগ্রি প্রদানের জন্য অনুমোদিত নয়, যার ফলে তাদের কাছ থেকে প্রাপ্ত যেকোনো শিক্ষাগত এবং পেশাগত যোগ্যতা অবৈধ হয়ে যায়। ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত কমিশনের শেয়ার করা তালিকা অনুসারে, দিল্লিতে এই ধরনের ভুয়ো বিশ্ববিদ্যালয়ের সংখ্যা সবচেয়ে বেশি, তার পরেই রয়েছে উত্তরপ্রদেশ। নিশ্চয়ই ভাবছেন তালিকায় কোন কোন প্রতিষ্ঠানের নাম রয়েছে? চলুন জেনে নেবেন।

রইল তালিকা

দিল্লিতে থাকা যে বিশ্ববিদ্যালয়গুলিকে ভুয়ো বলা হয়েছে সেগুলি হল অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ পাবলিক অ্যান্ড ফিজিক্যাল হেলথ সায়েন্সেস (AIIPHS) রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়, কমার্শিয়াল ইউনিভার্সিটি লিমিটেড, জাতিসংঘ বিশ্ববিদ্যালয়, ভোকেশনাল ইউনিভার্সিটি, এডিআর-কেন্দ্রিক জুরিডিকাল ইউনিভার্সিটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বিশ্বকর্মা ওপেন ইউনিভার্সিটি ফর সেলফ-এমপ্লয়মেন্ট, রোহিণীর আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়, জাতিসংঘ বিশ্ব শান্তি বিশ্ববিদ্যালয় (WPUNU), ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। তালিকায় রয়েছে উত্তরপ্রদেশের গান্ধী হিন্দি বিদ্যাপীঠ, নেতাজি সুভাষ চন্দ্র বসু বিশ্ববিদ্যালয় (ওপেন ইউনিভার্সিটি), ভারতীয় শিক্ষা পরিষদ, ভারত ভবন, মহামায়া টেকনিক্যাল ইউনিভার্সিটি। অন্ধ্রপ্রদেশের ক্রাইস্ট নিউ টেস্টামেন্ট ডিমড ইউনিভার্সিটি, বাইবেল ওপেন ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া।

পশ্চিমবঙ্গে ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ UGC-র

এবার আসা যাক পশ্চিমবঙ্গের প্রসঙ্গে। পশ্চিমবঙ্গের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ভুয়ো হিসেবে চিহ্নিত করা হয়েছে সেগুলি হল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন, বিকল্প চিকিৎসা ও গবেষণা ইনস্টিটিউট। এছাড়াও তালিকায় রয়েছে মহারাষ্ট্রের রাজা আরবি বিশ্ববিদ্যালয়, পুদুচেরির শ্রী বোধি একাডেমি অফ হায়ার এডুকেশন, কর্ণাটকেরবদগানভি সরকার ওয়ার্ল্ড ওপেন ইউনিভার্সিটি এডুকেশন সোসাইটি এবং কেরালার সেন্ট জনস বিশ্ববিদ্যালয়।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join