বিক্রম ব্যানার্জী, কলকাতা: সদ্য শোনা গিয়েছে, খুব শীঘ্রই আন্তর্জাতিক জঙ্গি জাকির নায়েককে লাল গালিচায় স্বাগত জানাবে বাংলাদেশ। এহেন আবহে, এবার বাংলাদেশে দেখা মিলল পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার প্রধান হাফিজ সইদ ঘনিষ্ঠের। শুধু তাই নয়, হাফিজের ঘনিষ্ঠ সহকারি এই জঙ্গি নেতাকে জামাই আদর করে স্বাগত জানিয়েছে বাংলাদেশ (Hafiz Saeed Associate In Bangladesh)। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, খুব সম্ভবত পাকিস্তানের সাথে সাঁট করে ভারতে বড়সড় অশান্তি পাকানোর চেষ্টা করছে বাংলাদেশ।
হাফিজ ঘনিষ্ঠকে দেখামাত্রই সতর্ক ভারত
একাধিক প্রতিবেদন অনুযায়ী, মহম্মদ ইউনূস সরকারের আশ্রয়ে প্রশ্রয়ে বাংলাদেশের বিভিন্ন মৌলবাদী কট্টর ইসলামী সংগঠনগুলি সইদের ঘনিষ্ট সহচরকে একেবারে বরণ করে নিয়েছে। এদিকে, লস্কর প্রধানের দীর্ঘদিনের সহকারীকে বাংলাদেশে দেখামাত্রই সতর্ক হয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা গুলি। সূত্রের খবর, এই জঙ্গি ভারত এবং বাংলাদেশ সীমান্ত এলাকাগুলিতে বেশ কয়েকটি কর্মসূচি চালিয়েছে। আগামী দিনে ভারতে বড়সড় সন্ত্রাসী হামলার ছক কষা হচ্ছে কিনা সেটাই খতিয়ে দেখছে দেশের গোয়েন্দারা।
🚨Hafeez Sayeed’s key associate spotted in Bangladesh: Alarming links to border regions raise security red flags
In what has raised grave security concerns for both Bangladesh and India, Ibtisam Elahi Zaheer, a senior member of Pakistan’s Markazi Jamiat Ahl-e Hadis and a close… pic.twitter.com/clv1xjVrPE
— Salah Uddin Shoaib Choudhury (@salah_shoaib) October 27, 2025
বাংলাদেশ থেকে আসা বেশ কয়েকটি তথ্য অনুযায়ী, হাফিজ ঘনিষ্ঠ ইবতিসাম ইলাহী জাহির একদিকে লস্কর ই তৈবার বড় খোচর, অন্যদিকে তিনি পাকিস্তানের জমিয়ত আহল ই হাদিয়াতের জেনারেল সেক্রেটারি। সূত্রের খবর, হাফিজের দীর্ঘদিনের এই ছায়াসঙ্গী গত 25 অক্টোবর ঢাকায় পা রেখেছে। বাংলাদেশে আসার পরই তিনি ভারতের সীমান্ত লাগোয়া বিভিন্ন উত্তেজনাপ্রবন এলাকাগুলিতে ঘুরে বেড়িয়েছেন। শুধু তাই নয়, বিভিন্ন মৌলবাদী গোষ্ঠীগুলির সঙ্গে আলোচনার পর তাদের একাধিক উস্কানিমূলক পরামর্শ দিয়েছেন তিনি। তাছাড়াও বেশ কয়েকটি সভায় অংশ নিয়ে ভারত বিরোধী ভাষণ দেওয়ার খবরও উঠে আসছে সূত্রে।
ভারতের বিরুদ্ধে বিরাট ছক!
গোয়েন্দা সূত্রে খবর, অপারেশন সিঁদুরে নাস্তানাবুদ হওয়ার পর অন্যভাবে ভারতকে টাইট দিতে চাইছে পাকিস্তান। মূলত সেই কারণেই বিভিন্ন সন্ত্রাসী হামলার ছক কষা হচ্ছে। সূত্রের খবর, ভারতীয় সীমান্তে সন্ত্রাসী কার্যকলাপ চালানোর জন্য বাংলাদেশকে সামনে রেখে যাবতীয় কার্যসিদ্ধি করতে চাইছে পাকিস্তান। অনেকেরই দাবি, ভারতে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতেই এই জাহিরকে 12 দিনের বাংলাদেশ সফরে পাঠানো হয়েছে। শোনা যাচ্ছে, সোমবার জাহির চাপাইনবাবগঞ্জের সীমান্ত লাগোয়া এলাকাগুলি ঘুরে দেখেন। এছাড়াও সেখানে গিয়ে বিভিন্ন উস্কানিমূলক ভাষণ দেন তিনি। সূত্রের খবর, চলতি সপ্তাহে রংপুর ঘুরে দেখার কথা রয়েছে তাঁর।
অবশ্যই পড়ুন: ছয় মারেন তাসকিন আহমেদ, আউট দেয় আম্পায়ার! বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে ড্রামা
উল্লেখ্য, গত 25 অক্টোবর রাজশাহীর শাহ মাকদুম বিমানবন্দরে কার্যত রাতের অন্ধকারে অবতরণ করে হাফিজ ঘনিষ্ঠের বিমান। সেখানে তাঁকে স্বাগত জানাতে গিয়েছিলেন আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক নামক এক ব্যক্তি। ইনি আসলে আল জামিয়া আল সালিফার সদস্য। এই সংস্থাটি মূলত একটি ইসলামী গবেষণা কেন্দ্র। বিশ্লেষক মহলের দাবি, ইউনূসের চোখের সামনেই পাকিস্তানের সাথে হাত মিলিয়ে একাধিক ভারত বিরোধী কাজকর্ম চলছে ওপার বাংলায়।












