অষ্টম পে কমিশনে নূন্যতম পেনশন হতে পারে ২৫,০০০ টাকা, ১২ বছরে পূর্ণ পেনশন!

Published:

8th pay commission pension
Follow

সহেলি মিত্র, কলকাতা: অষ্টম বেতন পে কমিশন (8th Pay Commission) কবে লাগু হবে এই প্রশ্নের অপেক্ষায় দিন গুনছেন কয়েক কোটি কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এদিকে চলতি বছর অষ্টম বেতন পে কমিশন বিষয়ে ঘোষণা করে কেন্দ্রের মোদী সরকার। জানানো হয় ২০২৬ সালের জানুয়ারি থেকে লাগু হতে পারে নতুন পে কমিশন। তবে এই বিষয়ে এখন অবধি কোনওরকম নির্দেশিকা জারি করেনি কেন্দ্রীয় সরকার। অপরদিকে আরো প্রশ্ন উঠছে যে অষ্টম বেতন পে কমিশন লাগু হলে সকলের বেতন থেকে শুরু করে পেনশন কত টাকা অবধি বাড়তে পারে। পেনশনের ক্ষেত্রে টাকার পরিমাণ ২৫,০০০ টাকা অবধি হতে পারে বলে খবর।

কবে লাগু হবে অষ্টম বেতন পে কমিশন?

শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও অবধি নতুন পে কমিশনের কার্যপদ্ধতি, অর্থাৎ, রেফারেন্সের শর্তাবলী, চূড়ান্ত হয়নি। সাধারণত, কমিশন তার রিপোর্ট জমা দিতে ১২ থেকে ১৮ মাস সময় নেয়। এরপর সরকার এই সুপারিশগুলি পর্যালোচনা করে অনুমোদন করে। অতএব, সম্পূর্ণ বাস্তবায়নে প্রায় দুই বছর সময় লাগতে পারে। অর্থাৎ ২০২৭ সাল অবধি দেরি হতে পারে অষ্টম বেতন পে কমিশনের। যাইহোক, এই নতুন পে কমিশনের ফলে আর কেউ লাভবান হোক বা না হোক পেনশন প্রাপকরা লাভবান হবেন বলে অনুমান করা হচ্ছে।

ইকোনমিকস টাইমসের রিপোর্ট অনুযায়ী, এবার পেনশনের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে পারে । বর্তমানে ১৫ বছর চাকরির পর পূর্ণ পেনশন দেওয়া হয়, তবে তা কমিয়ে ১২ বছর করা হতে পারে। এর অর্থ হল, শীঘ্রই কর্মচারীরা পূর্ণ পেনশনের জন্য যোগ্য হবেন। এটি মধ্যবর্তী সময়ে অবসর গ্রহণকারী কর্মচারীদের আর্থিক নিরাপত্তাও প্রদান করবে। তাছাড়া, এটি সরকারি চাকরিতে দীর্ঘমেয়াদী চাকরিকে উৎসাহিত করতে পারে। এই প্রস্তাব অনুমোদিত হলে, অবসর গ্রহণের কাছাকাছি থাকা হাজার হাজার কর্মচারীর জন্য এটি উপকারী হবে।

২৫,০০০ টাকা অবধি বাড়তে পারে পেনশন?

অবসরপ্রাপ্ত ব্যক্তিরাও উল্লেখযোগ্য ত্রাণ পাবেন বলে আশা করা হচ্ছে। একাধিক রিপোর্টে বলা হয়েছে যে ন্যূনতম মৌলিক পেনশন প্রতি মাসে ৯,০০০ টাকা থেকে বেড়ে ২৫,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এটি প্রায় তিনগুণ বৃদ্ধির, স্বাভাবিকভাবেই পেনশনভোগীদের উল্লেখযোগ্য আর্থিক ক্ষমতা বৃদ্ধি পাবে। বর্তমানে, মৌলিক পেনশনের উপর ৫৮% DAও প্রদান করা হয়।

অভিন্ন পেনশন প্রকল্পটিও সরল হওয়ার আশা করা হচ্ছে, যা পেনশন প্রক্রিয়াটিকে আরও সহজ এবং স্বচ্ছ করে তুলবে। এবার, ফিটমেন্ট ফ্যাক্টর ১.৮৩ থেকে ২.৪৬ পর্যন্ত হবে বলে আশা করা হচ্ছে। এটি বিভিন্ন বেতন ম্যাট্রিক্স স্তরের কর্মীদের বেতন বৃদ্ধি নির্ধারণ করে। ফিটমেন্ট ফ্যাক্টর যত বেশি হবে, কর্মচারীর টেক-হোম বেতন এবং পেনশন তত বেশি হবে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join