এই কারণে MI ছেড়ে অধিনায়ক হিসেবে KKR এ যোগ দিতে পারেন রোহিত শর্মা

Published:

Rohit Sharma KKR he may join KKR As Captain
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আসন্ন ডিসেম্বরেই গড়াবে 2026 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি অকশন। আর তার আগেই উঠে আসছে একাধিক খবর। সম্প্রতি শোনা গিয়েছিল, শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচ হতে পারেন অভিষেক নায়ার। শীঘ্রই সেই জল্পনায় সিলমোহর পড়তে পারে বলেই মনে করছেন অনেকে। এরই মাঝে উঠে আসছে আরও এক বিস্ফোরক তথ্য! বেশ কয়েকটি সূত্র অনুযায়ী, IPL 2026 সিজনের আগে মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে KKR এ যোগ দিতে পারেন রোহিত শর্মা (Rohit Sharma KKR)।

আদৌ KKR এ যোগ দেবেন রোহিত?

সদ্য ভারতীয় ওয়ানডে দলের অধিনায়কত্ব হারিয়েছেন রোহিত শর্মা। তবে জাতীয় দলের প্রতিনিধি হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ওয়ানডেতে কামাল দেখিয়েছেন তিনি। বন্ধু বিরাটের সাথে জুটি বেঁধে ভারতকে জিতিয়েছেন হিটম্যান। আর সেই ঘটনার পরই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে রোহিতের MI ছাড়া নিয়ে জোরালো হচ্ছে জল্পনা। News 24 এর রিপোর্ট অনুযায়ী, মুম্বই দলে খুব একটা গুরুত্ব পাচ্ছেন না রোহিত। দলে কোনও পরিবর্তন আনা হলেও তাঁর কাছ থেকে নাকি পরামর্শটুকুও নেওয়া হয় না। মূলত সে কারণেই MI দলে নাকি আর থাকতে চাইছেন না রোহিত।

বেশ কয়েকটি সূত্র এও বলছে, KKR এর পরবর্তী কোচ হতে চলেছেন অভিষেক নায়ার। ভারতীয় দলের প্রাক্তন সহকারী কোচ আবার রোহিত শর্মার দীর্ঘদিনের বন্ধু। সম্প্রতি রোহিতের ফিটনেস ট্রেনিংয়ে তাঁর ছায়াসঙ্গী হয়েছিলেন অভিষেক। তাছাড়াও গত মরসুমে অভিজ্ঞ অজিঙ্কা রাহানের নেতৃত্বে কিছুই করে দেখাতে পারেনি KKR। এক কথায়, দলের গঠন এবং খেলোয়াড়দের মনোভাব প্রথমদিকে বুঝে উঠতে একেবারে ব্যর্থ হয়েছিলেন রাহানে। কাজেই নতুন অধিনায়ক খুঁজছে KKR ও। আর এই আবহে যদি রোহিতকে পাওয়া যায় তবে শাহরুখের দলের পোয়া বারো।

রিপোর্ট অনুযায়ী, রোহিত যদি শেষ পর্যন্ত MI ছেড়ে বেরিয়ে আসেন, সেক্ষেত্রে আসন্ন ডিসেম্বরের মিনি নিলামে তাঁকে কিনতে একেবারে ঝাঁপিয়ে পড়বে KKR। খেলোয়াড়ের অভিজ্ঞতা এবং তাঁর সাম্প্রতিক ফর্ম দেখে নাইট ম্যানেজমেন্ট যে রোহিতকে অধিনায়ক হিসেবেই দলে নিতে চাইবে সে কথা বলার অপেক্ষাই রাখে না। সব মিলিয়ে, বন্ধু অভিষেকের হাত ধরেই KKR এর সেনাপতির দায়িত্বে আসতে পারেন রোহিত, এমনটাই এই মুহূর্তের জল্পনা। তবে সেই জল্পনায় সিলমোহর পড়ে কিনা তার উত্তর দেবে সময়। তবে এ প্রসঙ্গে মুখ খোলেনি রোহিত শর্মা বা KKR ম্যানেজমেন্ট কোনও পক্ষই।

অবশ্যই পড়ুন: স্কুলের উপর ভেঙে পড়ল বিমান, কেনিয়ায় ভয়াবহ দুর্ঘটনা! মৃত বহু

উল্লেখ্য, 2025 IPL সিজনে তালিকার 8 নম্বরে থেকে যাত্রা শেষ করেছিল KKR। যার কারণে দীর্ঘ সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত পদ ছাড়তে বাধ্য হন নাইটদের প্রাক্তন কোচ চন্দ্রকান্ত পন্ডিত। প্রিয় দলের ব্যর্থতায় ভক্তদের কাঠগড়ায় উঠেছিলেন অধিনায়ক রাহানেও। তাই নতুন মরসুমে ছন্দে ফিরতে KKR যে সর্বস্ব দিয়ে চেষ্টা করবে সে কথা বলাই যায়।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join