ফের ডলারের বিপরীতে দাম কমল ভারতীয় রুপির

Published:

Indian Rupee vs Dollar
Follow

সৌভিক মুখার্জী কলকাতা: দিনের পর দিন মার্কিন ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার দাম (Indian Rupee vs Dollar) তলানিতে ঠেকছে। ২৮ অক্টোবর মঙ্গলবারের শুরুতেই মার্কিন ডলারের বিপরীতে রুপির মূল্য ১৮ পয়সা কমে ৮৮.৪০ টাকায় দাঁড়িয়েছে। মূলত বিনিয়োগকারীদের কাছে মাসের শেষের দিকে ডলারের চাহিদা বাড়া এবং বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির কারণেই এই রুপির মূল্য হ্রাস।

দিনের পর দিন তলানিতে ঠেকছে ভারতীয় রুপি

বৈদেশিক মুদ্রার বাজারে রুপির দাম গতকাল ৮৮.৩৪ টাকায় খোলা হয়েছিল। তবে গ্রিনব্যাকের বিপরীতে তা ৮৮.৪০-এ নেমে এসেছিল, যা বন্ধের থেকে ২১ পয়সা কমেছে। এমনকি সোমবার মার্কিন ডলারের বিপরীতে রুপির দাম ৩৬ পয়সা কমে ৮৮.১৯ টাকায় বন্ধ হয়েছে।

তবে আপাতত বাজার স্বল্প মেয়াদী চাপ এবং মধ্যমেয়াদী চাহিদার মধ্যেই ভারসাম্য বজায় রাখছে বলে মনে করা হচ্ছে। রুপির দাম মোটামুটি ৮৮.৪০ টাকার কাছাকাছি শক্তিশালী হওয়ার সম্ভাবনাও রয়েছে, যেখানে বিশেষজ্ঞরা ভাবছে ৮৭.৭ থেকে ৮৭.৭০-এ আবারও তা পৌঁছবে। এদিকে ছয়টি মুদ্রার বিপরীতে গ্রিনব্যাকের শক্তি পরিমাপকারী ডলার সূচক ০.১২ শতাংশ তলানিতে ঠেকে ৯৮.৬৬-তে দাঁড়িয়েছে।

ব্রেন্ট ক্রুড ও শেয়ারের দামের উত্থানপতন

রিপোর্ট বলছে, ফিউচার ট্রেডিং-এ বিশ্বব্যাপী তেলের মানদন্ড ব্রেন্ট ক্রুডের দাম ০.০২ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি এবার ৬৫.৬৩ মার্কিন ডলারে পৌঁছেছে। আর দেশীয় শেয়ার বাজারের ক্ষেত্রে প্রাথমিক লেনদেন সেন্সেক্স ১২৫.৯৩ পয়েন্ট বেড়ে ৮৪,৯০৪.৭৭-তে দাঁড়িয়েছে, যেখানে নিফটিও ৩৯.৮ পয়েন্ট বেড়ে ২৬,০০৫.৮৫-তে দাঁড়িয়েছে।

আরও পড়ুনঃ তোলাবাজিতে অতিষ্ঠ! আরামবাগে দুটি রুটে বন্ধ হল বাস পরিষেবা

বেশ কয়েকটি রিপোর্ট অনুসারে সোমবার বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ৫৫.৫৮ কোটি টাকার ইক্যুইটি বিক্রি করেছে। এমনকি অক্টোবর মাসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় অপরিশোধিত তেল আমদানি ২০২২ সালের পর সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। পাশাপাশি রাশিয়া থেকে তেল আমদানি এবং তার পরিপ্রেক্ষিতে ট্রাম্প প্রশাসনের বাণিজ্য উত্তেজনা কমানোর জন্য দিল্লির উপর চাপ দেওয়াকেই দেখা হচ্ছে। তবে দিনের পর দিন ভারতীয় রুপির মূল্য এরকম তলানিতে ঠেকতে লাগলে তা দেশের অর্থনীতিতে যে বিরাট প্রভাব ফেলবে তা বলাবাহুল্য।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join