সৌভিক মুখার্জী, কলকাতা: অপারেশন সিঁদুরের পর ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন করল সন্ত্রাসের দেশ পাকিস্তান (Pakistan Broke Ceasefire)। সূত্রের খবর, জন্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর আবারও উত্তেজনা ছড়িয়েছে। লিপা ভ্যালিতে সংঘর্ষবিরতি ভেঙেই ভারতীয় সেনাদের ছাউনি লক্ষ্য করে সোমবার গভীর রাতে পাকিস্তান সেনারা গুলি চালিয়েছে। এমনকি পাকবাহিনীর গুলির জবাব দিতে বাধ্য হয় ভারতীয় সেনা। মুহূর্তের মধ্যেই সীমান্তে ছড়িয়ে পড়ে উত্তেজনা।
উল্লেখ্য, কাশ্মীরের উত্তর দিকের এই লিপা ভ্যালি উপত্যকা দীর্ঘদিন ধরেই দুই দেশের মধ্যে সংঘর্ষের মূল কেন্দ্রবিন্দু। পার্বত্য এবং কৌশলগত অবস্থানের কারণেই এখানে বরাবরই দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় ঘটে থাকে। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাতে হঠাৎ করে তারা গুলির শব্দ শুনতে পায়। এতেই তাদের ঘুম ভেঙে যায় এবং তড়িঘড়ি করে অনেকে নিরাপদে আশ্রয় নেয়।
মে মাসের পর সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের
প্রসঙ্গত, গত মে মাসে নিয়ন্ত্রণ রেখা বরাবর সংঘর্ষবিরতি চুক্তি ভেঙেছিল পাকিস্তান। তবে তারপর কিছুদিন শান্ত থাকলেও আবারও একই কৌশলে তারা সংঘর্ষবিরতি লঙ্ঘন করল। লিপা ভ্যালি বরাবর পাকসেনার এই গুলি চালানোকে ভারতীয় সেনারা উস্কানিমূলক প্রহসন বলেই দাবি করছে। এমনকি সেনাদের সূত্রে জানানো হয়েছে, এই গুলি চালানোর উদ্দেশ্যই ছিল সীমান্তে শান্তি নষ্ট করা, আর সন্ত্রাসবাদীদের প্রবেশের পথ খুলে দেওয়া। নিয়ন্ত্রণ রেখা বরাবর কয়েকদিন এমনিতেই ড্রোনের গতিবিধি নজরে আসছিল। আর সে কারণেই ভারতীয় সেনারা সতর্ক ছিল। তবুও সোমবার রাতে গুলি চালানোয় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
🇵🇰 🇮🇳 🚨Pakistan Army gave a strong aesponse to Indian Army forward posts in the Leepa Valley following a ceasefire violation 6Indian Soldiers are dispatch to hell. pic.twitter.com/5DHMT9AdHj
— Inshal Siddiqui🇹🇷🇮🇷🇵🇰🇸🇩 (@InshalSiddiquii) October 26, 2025
আরও পড়ুনঃ অষ্টম পে কমিশনে নূন্যতম পেনশন হতে পারে ২৫,০০০ টাকা, ১২ বছরে পূর্ণ পেনশন!
ভারতীয় সেনাদের পাল্টা জবাব
তবে ভারতও চুপ থাকার পাত্র নয়। বর্ডারের ওপার থেকে স্বয়ংক্রিয়ভাবে প্রথমে বুলেট ছোঁড়া হয়। জবাবে পাল্টা গুলি চালায় ভারতীয় সেনারা। প্রায় এক ঘন্টা ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলে। তবে এতে কোনওরকম হতাহতের খবর এখনও পর্যন্ত মেলেনি। কিন্তু ভারতীয় সেনারা দাবি করছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণেই রয়েছে এবং সীমান্তে আরও নজরদারি জোরদার করা হয়েছে। এদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানের এই আচরণ আন্তর্জাতিক সীমান্ত আইন এবং সংঘর্ষবিরতি চুক্তির লঙ্ঘন। ভারত সরকার ইতিমধ্যে ইসলামাবাদকে জানিয়েছে যে, এই ঘটনার পুনরাবৃত্তি হলে আবারও উপযুক্ত জবাব দেওয়া হবে।












