জলেশ্বর থেকে কলকাতাগামী বাসে ভয়াবহ দুর্ঘটনা! নিহত ২, আহত কমপক্ষে ১০

Published:

Jaleswar Bus Accident
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: উড়িষ্যা থেকে কলকাতাগামী বাসে ভয়াবহ দুর্ঘটনা (Jaleswar Bus Accident)। জলেশ্বরের কাছে ট্র্যাকের সঙ্গে সংঘর্ষে নিহত হল দু’জন এবং কমপক্ষে আহত হয়েছে ১০ জন। জানা যাচ্ছে, রাত দু’টোর দিকে পশ্চিমবঙ্গের একটি ডলফিন যাত্রীবাহী বাস ৭০ জন যাত্রী নিয়েই জলেশ্বর থেকে কলকাতার বাবুঘাটের দিকে এগোচ্ছিল। আর সে সময় ঘটে এই দুর্ঘটনা।

মৃত্যু বাস চালক ও কন্ডাক্টরের

সূত্রের খবর, বালাসোরের ১৬ নম্বর জাতীয় সড়কের লক্ষ্মণনাথ টোল গেটের কাছে পৌঁছনো মাত্রই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্র্যাকের সাথে সজোরে ধাক্কা মারে। আর সঙ্গে সঙ্গে বাসের চালক এবং কন্ডাক্টরের মৃত্যু হয় এবং ১০ জন যাত্রী গুরুতর আহত হন। জানা যাচ্ছে, ওই চালক নাকি গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়েছিলেন।

ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপর আহত যাত্রীদেরকে চিকিৎসার জন্য জলেশ্বর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। তবে গুরুতর আহত দুই যাত্রীকে জলেশ্বর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের মধ্যে চলাচল করা বাসগুলিতে মূলত প্রচুর ব্যবসায়ীরা ভ্রমণ করেন। এমনকি ওই বাসে মোটামুটি ৭০ জন যাত্রী ছিল। তবে মাঝ পথেই ঘটে এই বিপত্তি।

আরও পড়ুনঃ মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে ৩৯০০ টাকা দাম কমল সোনার, রুপো নিয়েও সুখবর! আজকের রেট

ওই বাসেরই এক যাত্রীর বক্তব্য, “আমরা জাজপুর থেকে কলকাতার দিকে যাচ্ছিলাম। রাত দু’টোর দিকে জোরে শব্দ ও ঝাঁকুনি শোনা যায়। আমাদের অনেকেই পড়ে গিয়ে আহত হয়েছে। আমরা যখন বাস থেকে নামলাম, তখন দেখতে পাই যে বাসটি একটি ট্র্যাকের সাথে সজোরে ধাক্কা মেরেছে। তবে দুর্ভাগ্যবশত বাসের ড্রাইভার এবং কন্ডাক্টরের মৃত্যু হয়েছে।”

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join