ঘূর্ণিঝড় মন্থার দাপটে তছনছ অন্ধ্রপ্রদেশ! একাধিক প্রাণহানি, নিখোঁজও বহু

Published:

Cyclone Montha
Follow

প্রীতি পোদ্দার, অন্ধ্রপ্রদেশ: অবশেষে প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়ল তীব্র ঘূর্ণিঝড় ‘মন্থা’ (Cyclone Montha)। মঙ্গলবার রাতে অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়েছে এই বিধ্বংসী ঝড়, যার ফলে দক্ষিণের এই রাজ্যে ব্যাপক ক্ষতি হয়েছে। ল্যান্ডফলের আগে থেকেই অন্ধ্রপ্রদেশের একাধিক উপকূলে দমকা ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছিল। পরে বিকেল থেকে সন্ধ্যার মাঝেই ৯০ থেকে ১০০ কিমি বেগে ঝড় শুরু হয়েছিল। ঝড় ও প্রবল বৃষ্টির জেরে রীতিমতো তছনছ গোটা রাজ্য। দুর্যোগে প্রাণহানিও হয়েছে। পার্শ্ববর্তী ওড়িশার ১৫টি জেলাতেও ঘূর্ণিঝড়ের প্রভাব অনুভূত হয়েছে।

হাই অ্যালার্ট জারি অন্ধ্রপ্রদেশে

রিপোর্ট অনুযায়ী বুধবার ভোররাতে অন্ধ্রপ্রদেশের মাছলি পত্তনম ও কলিঙ্গপত্তনমের মাঝামাঝি এলাকায় ল্যান্ডফল করে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’। রাতের দিকে প্রবল বেগে আছড়ে পড়ে ঝড়টি, তবে স্থলভাগে প্রবেশ করতেই দ্রুত শক্তি হারাতে শুরু করে। ঝড়ের সময় বাতাসের গতি ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার। বর্তমানে এটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এইমুহুর্তে অন্ধ্রপ্রদেশে জারি হয়েছে হাই অ্যালার্ট। তবুও অন্ধ্রপ্রদেশের উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টি ও দমকা হাওয়া অব্যাহত রয়েছে। জানা গিয়েছে এই ঘূর্ণিঝড়ের দাপটে পরোক্ষ প্রভাব পড়েছে বাংলার বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণিঝড়ে মৃত ৩

শেষ আপডেট অনুযায়ী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র প্রভাবে ইতিমধ্যে অন্ধ্রপ্রদেশের কোণাসীমা জেলায় মারা গিয়েছেন একজন মহিলা। ঝড়ের ধাক্কায় একটি গাছ তাঁর বাড়ির উপর পড়লে এই দুর্ঘটনা ঘটে। এছাড়াও একই জেলাতেই নারকেল গাছ উপড়ে যাওয়ায় একজন বালক ও একজন অটোরিকশা চালক আহত হয়েছেন। গতকাল রাতেই এক মহিলার মৃত্যুর খবর পাওয়া গেছিল। সরকারি সূত্রে জানা গিয়েছে, ঘূর্ণিঝড়ের দাপটে আরও দুজনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৩। নিখোঁজ দু’জন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, কাকিনাড়া, কৃষ্ণা, এলুরু, পূর্ব গোদাবরী, পশ্চিম গোদাবরী, ডঃ বি আর আম্বেদকর কোণাসীমা এবং অল্লুরি সীতারামা রাজু জেলার চিন্তুরু ও রামপাচোড়াভরম বিভাগে ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি প্রভাব দেখা গিয়েছে। পার্শ্ববর্তী রাজ্য ওড়িশাতেও এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ১৫ জেলায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে।

লাল সতর্কতা জারি একাধিক জেলায়

ভারতের মৌসম ভবন IMD জানিয়েছে, শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা অন্ধ্রপ্রদেশে ল্যান্ডফলের পরেই ধীরে ধীরে শক্তি হারাচ্ছে। যার অভিমুখ এবার ওড়িশার দিকে। তবে ঘূর্ণিঝড় মন্থার দাপট কমলেও ভারী বৃষ্টির থেকে এখনই রেহাই মিলবে না। জানা গিয়েছে আজ অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তেলেঙ্গানায় অতি প্রবল বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি ভারী বৃষ্টির সতর্কতাও জারি রয়েছে ছত্তিশগড়, কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গেও। দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে গুজরাট, সৌরাষ্ট্র ও কচ্ছ, কঙ্কন ও গোয়া, মধ্য মহারাষ্ট্র, বিদর্ভ এলাকায়। ঝড়ের দাপটে একাধিক বাড়ি ও গাড়ির উপর গাছ উপড়ে পড়ায়, বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। ওড়িশাতেও বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারী বৃষ্টির কারণে অন্ধ্রপ্রদেশের এক লক্ষ ৭৬ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে।

আরও পড়ুন: মন্দিরবাজারে জগদ্ধাত্রী মূর্তি ভাঙচুর, ‘বাংলাদেশকেও পিছনে ফেলেছে মমতা!’ বিস্ফোরক শুভেন্দু

বাতিল একগুচ্ছ বিমান ও ট্রেন

উল্লেখ্য, গতকালই ঘূর্ণিঝড়ের তান্ডবের কথা ভেবেই ভারতীয় রেলের তরফে ঘোষণা করা হয়েছিল যে, ঘূর্ণিঝড় মন্থার কারণে ১২০টি ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি বহু ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে। আজও বহু ট্রেন পরিষেবা ব্যাহত হতে পারে। অন্যদিকে গতকাল বাতিল ছিল একগুচ্ছ বিমান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জোরকদমে কাজ চালাচ্ছে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর একাধিক টিম। নিরবচ্ছিন্ন জরুরি যোগাযোগের জন্য ৮১টি ওয়্যারলেস টাওয়ার এবং ২১টি বড় আলো স্থাপন করা হয়েছে। উপড়ে পড়া গাছ সরানোর জন্য ১,৪৪৭টি আর্থমুভার, ৩২১টি ড্রোন এবং ১,০৪০টি চেইন-করাত প্রস্তুত রাখা হয়েছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join