বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত এপ্রিলেই নাইটহুড উপাধিতে ভূষিত করা হয়েছিল তাঁকে। সেই স্যার উপাধি পাওয়ার 6 মাস পর অবশেষে আনুষ্ঠানিকভাবে নিজের প্রাপ্য স্বীকৃতি পেয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন (James Anderson Receives Knighthood)। গতকালই উইন্ডসর ক্যাসেলের অনুষ্ঠান থেকে তাঁর হাতে নাইটহুড খেতাব তুলে দেওয়া হয়।
ক্রিকেটে বিশেষ অবদানের জন্য স্যার উপাধিতে ভূষিত হলেন অ্যান্ডারসন
ESPN এর রিপোর্ট অনুযায়ী, ভারতীয় সময় গতকাল রাতে উইন্ডসর ক্যাসেলে এক বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে ইংল্যান্ড দলের প্রাক্তন বোলারকে বিশেষ সম্মান দেওয়া হয়। স্বয়ং প্রিন্সেস অ্যান তাঁকে এই সম্মানি ভূষিত করেন। বলা বাহুল্য, অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত পারফর্ম করার পাশাপাশি ক্রিকেটে অসাধারণ অবদানের জন্য গত এপ্রিলে যুক্তরাজ্যের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনাকের পদত্যাগসংক্রান্ত সম্মাননা তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল অ্যান্ডারসনের নাম।
বলে রাখি, ব্রিটেন বা যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রীরা বিভিন্ন ক্ষেত্রে কৃতি ব্যক্তিদের অবদানকে স্বীকৃতি দিতে নাইট প্রস্তাব পেশ করেন। এই প্রস্তাবে অনুমোদন দেন রাজা। সেই সবুজ সংকেতের পরই নাইটহুড স্বীকৃতি পান কৃতি ব্যক্তিরা। এমন নিয়মই খেটেছে অ্যান্ডারসনের ক্ষেত্রেও।
অবশ্যই পড়ুন: যা কখনও হয়নি, তা করল সাউথ আফ্রিকা! পাকিস্তানকে হারিয়ে ইতিহাস প্রোটিয়াদের
অ্যান্ডারসনের স্মরণীয় ক্রিকেট কেরিয়ার
ইংল্যান্ড দলের জার্সি গায়ে 2002 সাল থেকে সফর শুরু করে 2024 সাল পর্যন্ত 22 বছরের দীর্ঘ কেরিয়ারে 401টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়ে 991টি উইকেট ভেঙেছেন এই কিংবদন্তি। বিস্তারিতভাবে বলতে গেলে, শুধুমাত্র লাল বলের ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে 188টি টেস্টে 704টি উইকেট নেন তিনি। যা ইংল্যান্ড পেসারদের মধ্যে সর্বোচ্চ। পাশাপাশি 194টি ওয়ানডে খেলে নিজের খাতায় যোগ করেছেন 269টি উইকেট। বলে রাখি, ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে ওয়ানডেতেও সবচেয়ে বেশি উইকেট রয়েছে তাঁর। তাছাড়াও মাত্র 19টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অংশ নিয়ে 18টি উইকেট ভেঙেছেন এই খেলোয়াড়। গতবছর জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দিয়ে নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে দাড়ি যোগ করেন স্যার অ্যান্ডারসন।












