সৌভিক মুখার্জী, কলকাতা: রাস্তায় থুতু ফেললে গুনতে হবে ১০০০ টাকা জরিমানা! কোনও পোষ্য প্রাণী পথঘাটে মলত্যাগ করলে মালিককে গুনতে হবে ৫০০ টাকা! হ্যাঁ, উত্তরপ্রদেশে (Uttar Pradesh) কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ও স্যানিটেশন নিয়ম ২০২১ এবার সম্পূর্ণভাবেই বাস্তবায়িত হল। পৌর কমিশনের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, স্যানিটেশনের কোনও নিয়ম লঙ্ঘন করলেই তাৎক্ষণিকভাবে জরিমানা গুনতে হবে। এমনকি বারবার নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে।
নতুন নিয়ম উত্তরপ্রদেশের
সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সংসদীয় এলাকা বারাণসীর ঘাট থেকে দেশজুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান শুরু করেছিলেন। আর মোদীর এই অভিযানের মধ্যেই বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে পৌর কর্পোরেশনের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। জানা যাচ্ছে, পৌর কমিশনার অক্ষত ভার্মা সোমবার সমস্ত বিভাগীয় প্রধানদের সঙ্গে একটি বৈঠক করেছেন। আর সেখানেই এই গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেন। এমনকি বিভাগগুলিকে নতুন জরিমানার বই বিতরণ করা হয়। আর সেখানে ২০১৭ সালের কার্যকর করা পুরনো নিয়ম এবং জরিমানাগুলিকে বাতিল করা হয় এবং নতুন কাঠামো ঘোষণা করা হয়েছে।
হিন্দুস্তানের রিপোর্ট অনুযায়ী, নতুন স্যানিটেশনের বিধিমালার আওতায় পৌর কর্পোরেশনের ৩৩ দফা জরিমানা নির্ধারণ করা হয়েছে। আর সেক্ষেত্রে নিম্নলিখিত হারে জরিমানা নেওয়া হবে—
- যদি গাড়ি চালানোর সময় ময়লা ফেলা কিংবা থুতু ফেলা হয় তাহলে ১০০০ টাকা জরিমানা গুনতে হবে।
- পোষা কোনও প্রাণী যেমন কুকুর, ছাগল, গরু ইত্যাদি জনসাধারণের স্থানে মলত্যাগ করলে ৫০০ টাকা জরিমানা গুনতে হবে।
- খোলা মাঠ, পার্ক বা খালি জমিতে ময়লা ফেলার জন্য ৫০০ টাকা জরিমানা নেওয়া হবে।
- নদী, নর্দমা বা যে কোনও জলাশয়ে ধর্মীয় উপকরণ কিংবা ময়লা ফেলার জন্য ৭৫০ টাকা জরিমানা গুনতে হবে।
- রাস্তা, ফুটপাত বা পাবলিক প্লেসে ময়লা ফেলার জন্য ৫০০ টাকা জরিমানা।
- শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ধর্মীয় স্থান বা ঐতিহ্যবাহী কোনও ভবনের কাছে ময়লা ফেললে ৭৫০ টাকা জরিমানা গুনতে হবে।
- ২৪ ঘন্টার বেশি সময় ধরে কারোর বাড়িতে বা কোনও প্রাঙ্গনে আবর্জনা জমা রাখলে ৫০০ টাকা জরিমানা গুনতে হবে।
এদিকে নিষিদ্ধ প্লাস্টিক বা থার্মোকল উৎপাদন বিতরণ বা ব্যবহারের ক্ষেত্রে কঠোর নিয়ম আনা হবে বলে জানানো হয়েছে পৌর কর্পোরেশনের তরফ থেকে। সেক্ষেত্রে ২০০০ এবং ২০১৮ সালের আইনের আওতায় অন দ্য স্পট জরিমানা করা হবে। হ্যাঁ, রাস্তার বা ড্রেনের ধারে কোনও নির্মাণ ধ্বংসাবশেষ ফেললে গুনতে হবে ৩০০০ টাকা জরিমানা।
আরও পড়ুনঃ রাস্তা কে বানিয়েছে, কত খরচ! স্ক্যান করলেই মিলবে সব, হাইওয়েতে বসছে আধুনিক QR কোড
নিরাপত্তা ছাড়া কাজ করলেই আরও শাস্তি
এদিকে পৌর কর্পোরেশনের তরফ থেকে জানানো হয়েছে, যে কোনও কর্মচারী, ঠিকাদার বা এজেন্ট যদি সুরক্ষামূলক সরঞ্জাম ছাড়া কোনও নর্দমা বা খাল ম্যানুয়ালি পরিষ্কার করার চেষ্টা করে, তাহলে তাকে ৫০০০ টাকা জরিমানা করা হবে। আর পশুদের প্রস্রাব করতে দেওয়া বা বর্জ্য ছড়িয়ে দেওয়ার জন্য ২৫০ টাকা জরিমানা গুনতে হবে। এমনকি আবর্জনা বহনকারী যানবাহন না ঢেকে চালানোর জন্য ২০০০ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। পাশাপাশি নদীর জলাশয়, ড্রেন, জলাধার ইত্যাদিতে মানুষ কিংবা পশুর মৃতদেহ ফেলার জন্য ৩০০০ টাকা জরিমানা গুনতে হবে।












