বাঁশির নয়, এবার গান শুনিয়ে বাড়ি ময়লা নেবে কলকাতা পুরসভা

Published:

Kolkata Municipal Corporation
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: শহর পরিষ্কার রাখতে প্রতিদিন গৃহস্থের এবং দোকানের ময়লা পরিষ্কার এবং ফেলার জন্য ময়লা ফেলার গাড়ির ব্যবস্থা করেছে প্রশাসন। প্রতিদিন সকালে কর্মীরা বাঁশির আওয়াজ করে ময়লা নিতে আসার খবর দেয়। তবে এবার সেই পদ্ধতিতে এক বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। বাঁশির আওয়াজে নয়, বরং এখন থেকে গান শুনিয়েই এবার শহরবাসীর দরজায় পৌঁছবে জঞ্জাল তোলার ব্যাটারিচালিত ছোট গাড়ি!

গান বাজিয়ে নেওয়া হবে ময়লা!

দীর্ঘ দিন ধরে বাঁশির একঘেয়ে শব্দে নাগরিকদের চোখে মুখে বিরক্তি বাড়ছিল। তাই এবার সুরেলা উপায়ে সকাল শুরু করতে চাইছে পুরসভা। এমনকি গান বাজানোর পাশাপাশি নাগরিকদের পরিচ্ছন্নতা বিষয়েও সচেতন করতে বার্তা প্রচার করা হবে বলে মনে করা হচ্ছে। পুরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সূত্রে জানা গিয়েছে, বাড়ি বাড়ি ময়লা তোলার জন্য ব্যবহৃত ব্যাটারিচালিত ছোট গাড়িগুলিতে সাউন্ড বক্স বসানো হবে। আর সেই বক্সেই চলবে গান, সঙ্গে থাকবে শহর পরিষ্কার রাখার বার্তা। তবে এখনই সব গাড়িতে লাগানো হবে না। আপাতত পরীক্ষামূলক ভাবে কয়েকটি গাড়িতে সাউন্ড বক্স লাগিয়ে পেনড্রাইভের মাধ্যমে এই প্রকল্প শুরু করার পরিকল্পনা করা রয়েছে।

নয়া উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে প্রশাসন

পুরসভার জঞ্জাল সাফাই ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, দিঘায় সমুদ্রসৈকত পরিষ্কার রাখতে মিউজিক থেরাপির মতো উদ্যোগ নেওয়ার ভাবনা থেকেই কলকাতায় এই পরিকল্পনা। যেমন ডেঙ্গু সচেতনতা প্রচারে গান বাজে, তেমন ভাবেই থাকবে জিংগল ও তথ্যসমৃদ্ধ বার্তা। বাঁশির বদলে গান বাজালে নাগরিকদেরও ভালো লাগবে বলে মনে করছে পুরসভা। যদি এই উদ্যোগটি সফল হয় তাহলে ধীরে ধীরে শহরের সব ওয়ার্ডেই চালু হবে বলে জানা গিয়েছে। এর আগেও ডেঙ্গি ও ম্যালেরিয়া প্রতিরোধের প্রচারে গান ব্যবহার করে সাফল্য পেয়েছিল কলকাতা পুরসভা। তাই এই উদ্যোগকেও ইতিবাচক দৃষ্টিতে দেখছে।

আরও পড়ুন: ফের কলকাতায় উদ্ধার টাকার পাহাড়, পুরনিয়োগ দুর্নীতি কাণ্ডে তারাতলায় বড় সফলতা ইডির

উল্লেখ্য, ইতিমধ্যেই পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করে ফেলার জন্য প্রতিটি পরিবারকে দেওয়া হয়েছে নীল ও সবুজ বালতি। পুরসভার দাবি, প্রায় ৬০ শতাংশ এলাকায় এই নিয়ম মেনে চলা হলেও বাকি ৪০ শতাংশে এখনও সমস্যা রয়ে গিয়েছে। অনেক ওয়ার্ডে ময়লা ফেলার গাড়ি পৌঁছালেও অনেকে জঞ্জাল হাতে নিয়ে বেরোন না। তা নিয়েও ব্যবস্থা করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join