বাড়িতে বসেই নিমিষে বাতিল করুন ভুল চালান, জানুন সহজ পদ্ধতি

Published:

fake challan
Follow

সৌভিক মুখার্জী, কল্কাকতা: ট্রাফিক আইন লঙ্ঘন করলেই সাধারণত চালান কাটা হয়। সে বাইকে হেলমেট না পরা বলুন, কিংবা লাইসেন্স ছাড়া গাড়ি চালানো বা ভুলভাল গাড়ি চালানো, সব ক্ষেত্রেই গুনতে হয় ফাইন। তবে আজকাল এই চালান অনলাইনেই মেটানো যায়। অর্থাৎ, আপনি যদি ট্রাফিক আইন ভঙ্গ করার ফলে পুলিশ ফাইন কাটে, তাহলে আর আপনাকে দপ্তরে গিয়ে চালান জমা দিতে হবে না। অনলাইনের মাধ্যমেই তা পেমেন্ট করতে পারবেন।

তবে হ্যাঁ, কখনো কখনো এমনও হয় যে, আপনি সঠিকভাবে এমনকি ট্রাফিক নিয়ম লঙ্ঘন না করে গাড়ি চালাচ্ছেন, তবুও পুলিশ আপনাকে ভুল চালান (Fake Challan) দিল। কিন্তু না, ইচ্ছাকৃতভাবে এটা করা হয় না। নম্বর প্লেটে কিছু ত্রুটি বা সিস্টেমের ত্রুটি কিংবা অন্য গাড়ির নম্বরের সঙ্গে মিল থাকার কারণেই এরকমটা হয়ে থাকে। তবে চিন্তার কোনও কারণ নেই। আপনি খুব সহজেই এই ভুল চালান বাতিল করতে পারবেন। জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

বাতিল করা যাবে ভুল চালান

যদি আপনি দেখেন যে আপনার গাড়িতে কোনও অবৈধ চালান যুক্ত করা হয়েছে, তাহলে কোনও চিন্তা করবেন না। কারণ, এই ভুল চালান থেকে আপনি বাড়িতে বসেই মুক্ত হতে পারবেন। আপনার যদি কোনও দোষ না থাকে, তাহলে জরিমানাও গুনতে হবে না। আপনি অনলাইন বা অফলাইন উভয় পদ্ধতিতেই চালান বাতিল করে নিতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক, কীভাবে তা করবেন।

ভুল চালান বাতিল করতে হলে আপনাকে প্রথমে ই-চালান পরিবহন পোর্টালে ভিজিট করতে হবে। সেখানে গিয়েই আপনি ‘অভিযোগ’ বিকল্পটি দেখতে পাবেন। সেখানে শুধুমাত্র চালানের নম্বর, গাড়ির নম্বর, মোবাইল নম্বর আর প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট যেমন গাড়ির আরসি, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির একটি ছবি আপলোড করতে হবে। পাশাপাশি চালানটি কেন ভুল, সেটাও আপনাকে ব্যাখ্যা করতে হবে। এরপর ট্রাফিক বিভাগ তদন্ত করেই আপনার চালান অটোমেটিক বাতিল করে দেবে।

আরও পড়ুনঃ আম্বালায় রাষ্ট্রপতির সঙ্গে রাফাল ক্যাপ্টেন শিবাঙ্গী, বন্দির দাবি করেছিল পাকিস্তান

তবে আপনি যদি অফলাইনে চালান বাতিল করতে চান, তাহলে ট্রাফিক পুলিশ অফিসে গিয়েও লিখিত অভিযোগ দায়ের করতে পারেন। তদন্ত করার পর সাধারণত চালান বাতিল করে দেওয়া হয় এবং কোনও জরিমানাও আরোপ করা হয় না। তবে হ্যাঁ, সময়মতো অভিযোগ দায়ের করতে হবে। নাহলে দেরি হলে আবার সমস্যায় পড়তে পারেন। কারণ, মুলতবি থাকা চালানের ফলে আপনার লাইসেন্সও বাজেয়াপ্ত হয়ে যেতে পারে।

আরওChallan
গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join