আয়কর রিটার্ন দাখিলের ডেডলাইন বাড়ল সরকার

Published:

income tax
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ ট্যাক্স (Income Tax) ভরা নিয়ে চিন্তিত? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। বছর শেষ হওয়ার আগে সকলকে স্বস্তি দিল আয়কর বিভাগ। এক কথায় আয়কর দাখিলের শেষ সময়সীমা অনেকটাই বাড়ল। এখন আপনাদের হাতে ১০ ডিসেম্বর অবধি সময় আছে। ফলে এখনই তাড়াহুড়োর কিছু নেই।

১০ ডিসেম্বর অবধি বাড়ল আয়কর দাখিলের সময়সীমা

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ আয়কর বিভাগ জানিয়েছে যে কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড (CBDT) ৩১ অক্টোবরের বদলে আয়কর দাখিলের ডেডলাইননি ১০ ডিসেম্বর, ২০২৫ সাল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আয়কর বিভাগ পোস্টে আরও জানিয়েছে যে, যেসব করদাতাদের ২০২৫-২৬ সালের মূল্যায়ন বছরের জন্য ধারা ১৩৯(১) এর অধীনে রিটার্ন দাখিল করতে হবে (যাদের নির্ধারিত তারিখ আগে ছিল ৩১ অক্টোবর, ২০২৫), তাদের জন্য এই তারিখ এখন ১০ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড (CBDT) এই সিদ্ধান্ত নিয়েছে।

অর্থাৎ যেসব করদাতাদের নিরীক্ষা করা প্রয়োজন, তারা এখন ডিসেম্বরের মধ্যে জরিমানা ছাড়াই তাদের রিটার্ন দাখিল করতে পারবেন। আয়কর বিভাগের এহেন সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন আয়করদাতারা। আপনাদের জানিয়ে রাখি, এই প্রথম নয়, আগেও আয়কর রিটার্ন দাখিলের ডেডলাইন বাড়ানো হয়েছিল। কর অডিট রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা মূলত ছিল ৩০ সেপ্টেম্বর, ২০২৫। কর পেশাদার এবং সিএ ইনস্টিটিউটের দাবির পরিপ্রেক্ষিতে, পরে এটি ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়। তবে, এই সময়সীমা এগিয়ে আসার সাথে সাথে, আয়কর বিভাগ আবার এটি ১০ নভেম্বর, ২০২৫ এবং এখন ১০ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত বাড়িয়েছে।

ডেডলাইন মিস হলে কী করবেন?

এখন প্রশ্ন উঠছে, এই সময়সীমার মধ্যেও কেউ যদি আয়কর দাখিল করতে গড়িমসি করে বা মিস করেন তাহলে কী হবে? যদি কোনও কোম্পানি বা করদাতা সময়মতো কর অডিট রিপোর্ট জমা দিতে ব্যর্থ হয়, তাহলে তাদের আয়কর আইনের ধারা 271B এর অধীনে জরিমানা করা হতে পারে। এক রিপোর্ট অনুযায়ী, জরিমানার অঙ্ক ১৫০,০০০ টাকা পর্যন্ত হতে পারে। তবে, যদি করদাতা প্রমাণ করেন যে দেরি হওয়ার জন্য একটি বৈধ কারণ ছিল, তাহলে তিনি জরিমানা থেকে অব্যাহতি পেতে পারেন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join